scorecardresearch
 

Darjeeling Landslide: দার্জিলিংয়ে ফের ধস, বাড়িতে ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে মৃত্যু বৃদ্ধের

Darjeeling Landslide: বৃহস্পতিবার দার্জিলিং-এর জোরবাংলো-সুখিয়াপোখরি ব্লকের প্লুংডুং গ্রামে বাড়ি ধসে যায়। বাড়িতেই চাপা পড়ে মারা যান ৭৯ বছর বয়সী রঘুবীর রাই।

Advertisement
দার্জিলিংয়ে ফের ধস, বাড়িতে ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে মৃত্যু বৃদ্ধের দার্জিলিংয়ে ফের ধস, বাড়িতে ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে মৃত্যু বৃদ্ধের

Darjeeling Landslide: কয়েকদিনের বিরতির পর ফের বিপর্যয় শুরু করেছে দার্জিলিংয়ে। বুধবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি। সেই সঙ্গে ধস নামছে নানা জায়গায়। দার্জিলিং শহরে ও দার্জিলিং যাওয়ার পথে ধস নেমেছে একাধিক জায়গায়। ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধেরও। প্রবল বর্ষণের জেরে এবার ভূমিধস দার্জিলিংয়ের রক গার্ডেনের (Rock Garden)-এর রাস্তাতেও। জানা গিয়েছে প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ে বৃষ্টি হয়েছে ১৭৫.৪ মিলিমিটার।

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দার্জিলিং-এর জোরবাংলো-সুখিয়াপোখরি ব্লকের প্লুংডুং গ্রামে বাড়ি ধসে যায়। বাড়িতেই চাপা পড়ে মারা যান ৭৯ বছর বয়সী রঘুবীর রাই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত থেকে অবিরাম বৃষ্টির জেরে এদিন ভোরে পলুংডুং গ্রামে ধস (Landslide) নামে। এর জেরে প্রায় পাঁচটি বাড়ি ধসে গিয়েছে। সেই ঘটনাতেই একটি বাড়িতে ঘুমন্ত অবস্থায় মাটির নীচে চাপা পড়েন ওই বৃদ্ধ। এদিন সকালে উদ্ধারকারী দল ধস সরিয়ে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে। বৃহস্পতিবারও ধস সরানোর কাজ চলছে।

জোরবাংলো-সুখিয়াপোখরির প্রশাসনিক আধিকারিক ও  পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছেন বলে জানিয়েছে দার্জিলিং জেলা প্রশাসন।

আরও পড়ুন

প্রবল বর্ষণের জেরে এবার ধস নেমেছে দার্জিলিংয়ের রক গার্ডেনের রাস্তাতেও। রাস্তার একটা বড় অংশ ধসে যাওয়ায় বন্ধ হয়ে গিয়েছে এই পথে যান চলাচল। স্বাভাবিকভাবেই বন্ধ করে দেওয়া হয়েছে রক গার্ডেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রক গার্ডেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জিটিএ। রক গার্ডেনকে নতুনভাবে সাজিয়ে তোলার সিদ্ধান্ত কিছুদিন আগেই নিয়েছিল জিটিএ। তারপরই এই ধসের ঘটনা ঘটল।

 

Advertisement