scorecardresearch
 

Bagdogra Airport: পুজোর আগে দারুণ খবর! আজ থেকে চালু বাগডোগরা-অন্ডাল বিমান

Bagdorgra Airport: আজ ৩০ অগাস্ট থেকে শুরু হচ্ছে অন্ডাল-বাগডোগরা বিমান পরিষেবা। শুধু অন্ডাল নয়, বিমানটি বাগডোগরা থেকে ছেড়ে অন্ডাল হয়ে ভুবনেশ্বরও যাবে। আবার একই রুটে বাগডোগরা যাবে। বাগডোগরা বিমানবন্দরের সঙ্গে ৩০ অগাস্ট থেকে জুড়ছে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর।

Advertisement
পুজোর আগে দারুণ খবর! আজ থেকে চালু বাগডোগরা-অন্ডাল বিমান পুজোর আগে দারুণ খবর! আজ থেকে চালু বাগডোগরা-অন্ডাল বিমান

Bagdorgra Airport: পুজোয় উত্তরবঙ্গে যাওয়ার ট্রেনের টিকিটের হাহাকার শুরু হয়ে গিয়েছে। রেলের তরফে বাড়তি ও স্পেশাল ট্রেন চালু করার কথা ঘোষণা করা হয়েছে। বাসের টিকিটের অবস্থায় তথৈবচ। বিমান আছে বটে কিন্তু তা শুধু কলকাতা থেকে। ফলে দক্ষিণ বঙ্গের অন্য জায়গা থেকে বিমানে যেতে হলে দমদম আসতে হয়। তবে এবার পুজোর আগে বিকল্প বিমান পেয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের দুর্গাপুর-বর্ধমান-আসানসোলের বাসিন্দারা। তাঁরা এবার ঘরের কাছ থেকেই বিমান চড়ে উত্তরবঙ্গ যেতে পারবেন। এমনই সুখবর শোনা গিয়েছে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া।

কোথায় থেকে বিমান চালু হচ্ছে?
আজ ৩০ অগাস্ট থেকে শুরু হচ্ছে অন্ডাল-বাগডোগরা বিমান পরিষেবা। শুধু অন্ডাল নয়, বিমানটি বাগডোগরা থেকে ছেড়ে অন্ডাল হয়ে ভুবনেশ্বরও যাবে। আবার একই রুটে বাগডোগরা যাবে। বাগডোগরা বিমানবন্দরের সঙ্গে ৩০ অগাস্ট থেকে জুড়ছে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর।

কবে কবে চলবে বিমান?
বাগডোগরা বিমানবন্দর সূত্রের খবর, আপাতত সপ্তাহের চার দিন চলবে বিমান। সোমবার, বুধবার, শুক্রবার ও রবিবার সরাসরি বাগডোগরা-দুর্গাপুর (অণ্ডাল) বিমানটি চলবে। একটি বেসরকারি বিমান সংস্থার তৈরি সূচি ‘এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া’র (এএআই) অনুমোদনের পরে দু’টি বিমানবন্দরে পৌঁছে গিয়েছে।

আরও পড়ুন

বিমানের সূচি
বিমানবন্দর সূত্রের খবর, নির্ধারিত চার দিন বিমানটি অন্ডাল থেকে দুপুর সওয়া ১টায় ছেড়ে বাগডোগরায় আসবে ২টো ২০ মিনিট নাগাদ। এর পরে ২টো ৫৫ মিনিটে বাগডোগরা থেকে ছেড়ে বিকাল ৪টে ০৬ মিনিটে ফের অন্ডালে পৌঁছবে। টিকিটের দাম আপাতত শুরু হচ্ছে ৩,৯৯৯ টাকা থেকে। এই বিমানটিই ভুবনেশ্বরের সঙ্গে বাগডোগরা এবং অন্ডালকে জুড়বে।

পর্যটনে গতি
নতুন বিমানের রুট চালু হওয়ায় বাসিন্দাদের সঙ্গে খুশি পর্যটন মহলও। অন্ডাল বা দুর্গাপুর থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার মোট ছ’টি ট্রেন রয়েছে। কিন্তু সেগুলি সপ্তাহে এক দিন করে চলে। তা ছাড়া, সময়সূচিও অনেকের জন্য অনুকূল নয়। তাই উত্তরবঙ্গ যেতে বর্ধমান হয়ে যাওয়াই পছন্দ করেন অনেকে। সে জন্য আগে বর্ধমান যেতে হয়। সময় ও খরচ, দুই-ই বেশি হয়। বিমানের ক্ষেত্রেও দমদম যাওয়া ছাড়া উপায় থাকে না। তাতে এত সময় যায়, বিমানে গিয়েও সময় বাঁচানো যায় না। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড টুরিজ়ম ডেভলপমেন্ট নেটওয়ার্ক’-এর সম্পাদক সম্রাট সান্যালও জানান, বাগডোগরা বিমানবন্দরের পরিকাঠামো বাড়ছে। সেই সঙ্গে নতুন নতুন রুট তৈরি হবে। আন্তর্জাতিক বিমানও আসবে বলে আমরা আশাবাদী। বাগডোগরা বিমানবন্দর থেকে এখন প্রতিদিন গড়ে ৩২ জোড়া বিমান চলাচল করে। প্রতিদিন গড়ে ১০ হাজার যাত্রী হয়। নতুন বিমান চালু হলে এই সংখ্যাটা আরও বাড়বে। 

Advertisement


 

 

Advertisement