scorecardresearch
 

Goalpokhar Shootout Dead: উঃ দিনাজপুরে গোষ্ঠী সংঘর্ষে চলল গুলি, মৃত ১, আহত একাধিক

Goalpokhar Shootout Dead: উঃ দিনাজপুরে গোষ্ঠী সংঘর্ষে চলল গুলি, মৃত ১, আহত একাধিক। গোটা ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপোখর থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে গুলি, মৃত ১ উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে গুলি, মৃত ১
হাইলাইটস
  • উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে দুই পক্ষের সংঘর্ষ
  • চলল গুলি, একাধিক লোক গুলিবিদ্ধ
  • মৃত ১ জখম একাধিক

Goalpokhar Shootout Dead: উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে দুপক্ষের সংঘর্ষে চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়ে গিয়েছে। জখম আরও কয়েকজন। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে গোয়ালপোখরের মদিনাচক এলাকায়। এক মহিলা-সহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে। রাত গড়াতেই ফের রক্তাক্ত গুরুতর জখম অবস্থায় মহম্মদ আরিফ নামে এক যুবককে গোয়ালপোখর থানার পুলিশ উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতাল নিয়ে এলে চিকিৎসকরা আরিফকে মৃত বলে ঘোষণা করেন৷

স্থানীয়রা গুলিবিদ্ধ জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক গুলিবিদ্ধ তিনজনকেই শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে। ঘটনার খবর পেয়েই ইসলামপুর থানার পুলিশ মহকুমা হাসপাতালে ছুটে আসে। অপর গুরুতর জখম মহম্মদ আরিফকে গোয়ালপোখর থানার পুলিশ উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতাল নিয়ে এলে চিকিৎসকরা আরিফকে মৃত বলে ঘোষণা করে।

আরও পড়ুন- শিলিগুড়ির হোটেলে মাঝরাতে আগুন, পুড়ে মৃত যুবক

স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক গুলিবিদ্ধ তিনজনকেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়েই হাসপাতালে যায় ইসলামপুর থানার পুলিশ।

আরিফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোয়ালপোখরের স্থানীয় তৃণমূল নেতৃত্বরা ইসলামপুর মহকুমা হাসপাতালে ছুটে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত আরিফের কাকা মহম্মদ খলিল জৈনগাঁও গ্রাম পঞ্চায়েতের সদস্য। পঞ্চায়েতের প্রধান মহম্মদ নাজিসের লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে পুরোনো বিবাদ চলছিল বলে অভিযোগ। শুক্রবার সন্ধ্যা থেকে অজ্ঞাত কারণে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালীন গুলি চলে।

তবে রাতের অন্ধকারে কারা গুলি চালিয়েছে সেবিষয়ে কেউই সঠিক কিছু জানাতে পারেননি। যদিও নাজিসের লোকজনই গুলি চালিয়েছে বলে গুলিবিদ্ধরা জানিয়েছেন। এ দিকে মহম্মদ আরিফের গুলিতে মৃত্যু না অন্য কোনও কারণ রয়েছে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। গোটা ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় গোয়ালপোখর থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

গোটা ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপোখর থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Advertisement