Gourbanga University: গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের VC-কেও সরালেন রাজ্যপাল, যাদবপুরের পুনরাবৃত্তি

যাদবপুরের মতোই এবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কার্যকরী উপাচার্যকে সরিয়ে দেওয়া হল। গত অগস্ট মাসে ওই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পান রজতকিশোর দে। রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস এই পদে বসিয়েছিলেন তাঁকে। ৯ মাসের মাথায় রাজ্যপালই তাঁকে সরিয়ে দিলেন।

Advertisement
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের VC-কেও সরালেন রাজ্যপাল, যাদবপুরের পুনরাবৃত্তিগৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি
হাইলাইটস
  • যাদবপুরের মতোই এবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কার্যকরী উপাচার্যকে সরিয়ে দেওয়া হল।
  • গত অগস্ট মাসে ওই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পান রজতকিশোর দে।

যাদবপুরের মতোই এবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কার্যকরী উপাচার্যকে সরিয়ে দেওয়া হল। গত অগস্ট মাসে ওই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পান রজতকিশোর দে। রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস এই পদে বসিয়েছিলেন তাঁকে। ৯ মাসের মাথায় রাজ্যপালই তাঁকে সরিয়ে দিলেন।

সম্প্রতি তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠন কনভেনশন করেছিল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। সেখানে ওয়েবকুপার সভাপতি হিসাবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও উপস্থিত ছিলেন। তারপরই সোমবার খবর মেলে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে।

এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউকে সরিয়ে দিয়েছিলেন রাজ্যপাল। উল্লেখ্য, সমাবর্তনের একদম শেষলগ্নে সরানো হয়েছিল বুদ্ধদেব সাউকে। একই ঘটনা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়েও। গত জুন মাসে উপাচার্যহীন একাধিক বিশ্ববিদ্যালয়ে কার্যকরী উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই নিয়োগ নিয়ে বিতর্ক গড়ায় আদালতের দরজা পর্যন্ত।

এই উপাচার্যদের প্রথম থেকেই মান্যতা দিতে নারাজ ছিল শিক্ষা দফতর। পাল্টা আচার্যও দাবি করেছিলেন, নিয়ম মেনেই এই নিয়োগ। দু’মাস উপাচার্য ছিল না  গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। গত বছরের অগস্টে  রজতকিশোর দে-কে কার্যকরী উপাচার্যের দায়িত্ব দিয়েছিলেন সিভি আনন্দ বোস। সূত্রের খবর, ওয়েবকুপার বৈঠকে পরই সরানো হল তাঁকে।

 

POST A COMMENT
Advertisement