অবশেষে সিনেমা ফিরছে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে, সস্তায় মিলবে মাল্টিপ্লেক্সের স্বাদ

শিলিগুড়ি পুরসভা লাগোয়া এলাকায় দীনবন্ধু মঞ্চে এক সময় নিয়মিত সিনেমা দেখানো হত। বাংলা এবং হিন্দি, ইংরেজির পাশাপাশি কাল্ট ছবিগুলি আনা হত। চলচ্চিত্রি উৎসবও আয়োজন করা হয়েছে আগে বহুবার। তবে পুরনো মঞ্চে অত্যাধুনিকতার অভাবে ক্রমশ উৎসাহ হারাচ্ছিল সাধারণ মানুষ।

Advertisement
অবশেষে সিনেমা ফিরছে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে, সস্তায় মিলবে মাল্টিপ্লেক্সের স্বাদঅবশেষে সিনেমা ফিরছে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে, সস্তায় মিলবে মাল্টিপ্লেক্সের স্বাদ

মাল্টিপ্লেক্সের টিকিটের চড়া দাম, সেই সঙ্গে গলা ভেজানো কিংবা মুখ নাড়ানোর ইচ্ছা হলে মোটামুটি ক্রেডিট কার্ড কি পার্সোনাল লোন নেওয়ার মত অবস্থা হয় সাধারণ মানুষের। তাই অনেকেরই মাল্টিপ্লেক্সের গদিতে কাত হয়ে সিনেমা দেখার শখ ও ইচ্ছে থাকলেও সাধ্যে কুলিয়ে ওঠে না। তাদের কাছে সরকারি সুবিধায় কম খরচে একই ফিল এনে দিতে শিলিগুড়িতে স্বমহিমায় ফিরছে দীনবন্ধু মঞ্চ। যা নিয়ে প্রক্রিয়া শুরু হতেই খুশির হাওয়া চলচ্চিত্রপ্রেমী মহলে।

শিলিগুড়ি পুরসভা লাগোয়া এলাকায় দীনবন্ধু মঞ্চে এক সময় নিয়মিত সিনেমা দেখানো হত। বাংলা এবং হিন্দি, ইংরেজির পাশাপাশি কাল্ট ছবিগুলি আনা হত। চলচ্চিত্রি উৎসবও আয়োজন করা হয়েছে আগে বহুবার। তবে পুরনো মঞ্চে অত্যাধুনিকতার অভাবে ক্রমশ উৎসাহ হারাচ্ছিল সাধারণ মানুষ।

শিলিগুড়ির বর্তমান মেয়র তখনকার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব আধুনিক চেয়ার বসানো, শৌচালয় সংস্কার সহ নানা কাজ করেছিলেন। এখানে ২কে প্রোজেক্টর এবং আধুনিক সাউন্ড সিস্টেম বসানো হয়েছিল। মাসে অন্তত ১০ দিন করে সিনেমা দেখানো হত। কিন্তু ২০২২ সালের মাঝামাঝি সময়ে হঠাৎ প্রোজেক্টর খারাপ হয়ে যায়। সেই সময় থেকে সিনেমা দেখানো পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে।

দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে ফের দীনবন্ধু মঞ্চে সিনেমা দেখার সুযোগ মিলবে। নতুন প্রোজেক্টর নিয়ে আসার পাশাপাশি আধুনিক প্রযুক্তির সাউন্ড সিস্টেমও বসানো হচ্ছে। যার ফলে দর্শকরা মাল্টিপ্লেক্সের আমেজ পাবেন। শনিবার মেয়র গৌতম দেব বলেছেন, ‘শীঘ্রই দীনবন্ধু মঞ্চে সিনেমা দেখানো শুরু হবে। এজন্য সমস্ত ব্যবস্থা করা হচ্ছে।’ এ বিষয়ে মেয়র জানান, তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্তাদের সঙ্গে কথা হয়েছে। এখানে ৪৫ লক্ষ টাকা দিয়ে নতুন ৪কে প্রোজেক্টর মেশিন নিয়ে আসা হবে। এর অর্ধেক টাকা তথ্য ও সংস্কৃতি দপ্তর দেবে, বাকি টাকা পুরনিগমের তরফে দেওয়া হবে। সেই সঙ্গে ডলবি সাউন্ড সিস্টেমও চালু করা হবে। ফলে পুরোপুরি আরামদায়ক মাল্টিপ্লেক্সের চেহারায় ফিরে আসতে চলেছে ঐতিহ্যবাহী দীনবন্ধু মঞ্চ।

Advertisement

 

POST A COMMENT
Advertisement