scorecardresearch
 

NB Khawas Left TMC: পাহাড়ে বড় ধাক্কা তৃণমূলের, হঠাত্‍ দল ছাড়লেন প্রভাবশালী নেতা

খাওয়াস হিল তৃণমূলের সাধারণ সম্পাদক এবং দলের মুখপাত্রও ছিলেন। একই সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট পদেও ছিলেন তিনি। এদিন তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানকে উদ্দেশ্য করে লেখা পদত্যাগপত্রে কোনও অভিযোগ করেননি খাওয়াস।

Advertisement
পাহাড়ে বড় ধাক্কা তৃণমূলের, হঠাত্‍ দল ছাড়লেন প্রভাবশালী নেতা পাহাড়ে বড় ধাক্কা তৃণমূলের, হঠাত্‍ দল ছাড়লেন প্রভাবশালী নেতা

NB Khawas Left TMC: তৃণমূল দল থেকে পদত্য়াগ করলেন পাহাড়ের প্রবীণ রাজনৈতিক নেতা এনবি খাওয়াস (N B Khawas)। শুক্রবারই লিখিত চিঠি পাঠিয়ে তৃণমূলের সঙ্গে সমস্ত রকম সংসর্গ ত্যগ করার কথা ঘোষণা করেছেন তিনি। তাঁর দলত্যাগে পাহাড়ে তৃণমূল অনেকটাই দুর্বল হয়ে পড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজনৈতিক মহলের মতে অনিত থাপার দল বিজিপিএমে যোগ দিতে পারেন তিনি। যদিও তিনি নিজে এখনও কেন দল ছেড়েছেন কিংবা কোনও দলে যোগ দেবেন কি না, তা নিয়ে কোনও মন্তব্য করেননি।

খাওয়াস হিল তৃণমূলের সাধারণ সম্পাদক এবং দলের মুখপাত্রও ছিলেন। একই সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট পদেও ছিলেন তিনি। এদিন তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানকে উদ্দেশ্য করে লেখা পদত্যাগপত্রে কোনও অভিযোগ করেননি খাওয়াস। বরং সকলকে ধন্যবাদই জানিয়েছেন। তবে ব্যক্তিগত স্তরে তিনি জানান, দলে থেকে কোনও কাজ করা যাচ্ছিল না। তাই তিনি দল ছাড়লেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগপত্রের কপি পাঠিয়েছেন তিনি।

এক সময় জিনএলএফ-এর সদস্য় ছিলেন তিনি। সুবাস ঘিসিংয়ের একান্ত অনুগামী বলে পরিচিত ছিলেন। এনবি খাওয়াস পাহাড়ে জনপ্রিয় নেতা হিসেবেই পাহাড়ে পরিচিত। ২০১২ সালে রাজ্যে পালাবদলের পর তিনি তৃণমূলে যোগ দেন। তাঁর মতো প্রবীণ নেতার দলত্যাগ নিঃসন্দেহে তৃণমূলের পাহাড় শাখার পক্ষে একটা ধাক্কা।

বেশ কিছুদিন যাবতই আর সেভাবে দলের কাজকর্মে সক্রিয় ছিলেন না খাওয়াস। দলের থেকে একটা দূরত্ব তৈরি হয়েছিল আগেই। এবার দলই ছেড়ে দিলেন তিনি। তবে দল ছাড়লেও তিনি অন্য কোনও দলে যোগ দেবেন কিনা তা স্পষ্ট করেননি।
 

 

TAGS:
Advertisement