
কয়েক দিনের ভারী বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি উত্তরবঙ্গে। নেমেছে ধস। ভেঙে পড়েছে বাড়ি। তলিয়ে গিয়েছে ব্রিজ। যার ফলে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আর এমন পরিস্থিতিতে রাজ্য সরকার, রাজভবন সহ একাধিক প্রশাসনিক স্তর থেকে খোলা হয়েছে হেল্পলাইন। কেউ পাহাড়ে গিয়ে আটকে গেলে এই সব হেল্পলাইনে করতে পারেন যোগাযোগ। তাতে সাহায্য মিলবে।
ইতিমধ্যেই নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম
উত্তরবঙ্গের এহেন পরিস্থিতিতে পর্যটকদের সাহায্য করতে এগিয়ে এসেছে রাজ্য সরকার। রাজ্যের পক্ষ থেকে নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। যে কোনও দরকারে নবান্নে বিপর্যয় মোকাবিলা দফতরের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ফোন নম্বরগুলি হল- ০০৯১-২২১৪-৩৫২৬/০০৯১- ২২৫৩-৫১৮৫, টোল ফ্রি নম্বর -৯১-৮৬৯৭৯-৮১০৭০।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজই উত্তরবঙ্গ যাচ্ছেন। তবে রবিবার থেকেই তিনি পরিস্থিতির দিকে নজর রেখেছেন। তাঁর উদ্যোগেই এই হেল্পলাইনগুলি নবান্নে খোলা হয়েছে। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকার পরিস্থিতির দিকে নজর রাখছে। যে কোনও প্রয়োজনে টোল-ফ্রি ফোন নম্বরগুলিতে ফোন করা যাবে।
রাজভবনে তৈরি হয়েছে ব়্যাপিড অ্যাকশন সেল
উত্তরবঙ্গে দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য রাজভবনে তৈরি হয়েছে ব়্যাপিড অ্যাকশন সেল। ২৪ ঘণ্টা খোলা থাকবে এই সেল। এখানে মোবাইল নম্বরে ও ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা যাবে। ফোন নম্বর ০৩৩-২২০০১৬৪১। এছাড়া ব়্যাপিড অ্যাকশন সেলের মেইল আইডি হল peaceroomrajbhavan@gmail.com। যে কোনও প্রয়োজনে এখানে যোগাযোগ করতে পারেন।
এই ব়্যাপিড অ্য়াকশন সেলের সমন্বয়ের দায়িত্বে থাকছেন অফিসার অন স্পেশাল ডিউটি সন্দীপ সিং রাজপুত।
শিলিগুড়ি পুরসভার হেল্পলাইন
যাঁরা শিলিগুড়িতে আটকে পড়েছেন, তাঁদের সাহায্যে এগিয়ে এসেছে পুরসভা। তাঁদের পক্ষ থেকে চালু করা হয়েছে একটি হেল্পলাইন নম্বর। সেই ফোন নম্বরটি হল- ৭৫৫৭০৩৫১৯৪।
এই নম্বরে ফোন করলেই সমস্ত ধরনের সাহায্য মিলবে বলে জানান হয়েছে পুরসভার পক্ষ থেকে।
শিলিগুড়ি পুলিশের নম্বর
এই পরিস্থিতিতে শিলিগুড়ির পুলিশও সাহায্যের জন্য প্রস্তুত। এক্ষেত্রে যোগাযোগ করতে পারেন -
ফোন: ০৩৫৩-২৬৬২০১০, ০৩৫৩-২৬৬২২১০
মোবাইল: ৭৮৭২৭০৭৭৩৩, ৭০০১৩১০১২৭, ৯১৪৭৮৮৯৬০৭
দার্জিলিং পুলিশের হেল্পলাইন
দুর্যোগে বিধ্বস্ত দার্জিলিঙে যে কোনও রকম সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন পুলিশের সঙ্গে। এক্ষেত্রে ফোন করতে পারেন ৯১ ৯১৪৭৮ ৮৯০৭৮ নম্বরে। অথবা মেসেজ করে বা হোয়াটস অ্যাপ করেও সাহায্য চাইতে পারেন।
GTA-এর তরফেও একাধিক হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে
এই সময় দার্জিলিং বা তৎসংলগ্ন কোনও জায়গায় গিয়ে ফেঁসে গেলে GTA-এর সাহায্য নিতে পারেন। তাদের তরফে একাধিক হেলপলাইন নম্বর প্রকাশ করা হয়েছে।
এসিডও অফিস
দার্জিলিং সদর – ৯৪৩৪০৫৮১০৪
কালিম্পং – ৯০৭৩৯৩৬৮৫৭ / ৯০৫১১৪২৪৯৯
কার্সিয়াং – ৯৪৩৪০৪৫৪৪০
মিরিক – ৯১৪৭৮৯০৫৭৭
বিডিও
দার্জিলিং-পুলবাজার – ৭৭৯৭৩৭৮৬৫১
জোরে বাংলো-সুখিয়া পোখরি – ৭৭৯৭৩৭৮৬৫২
রাংলি-রাংলিওট – ৭৭৯৭৩৭৮৬৫৩
কার্সিয়াং – ৯৮৩২৭৩৭৩৮০ / ৮৯০২১১৫৯৪৯
মিরিক – ৭৭৯৭৩৭৮৬৫৮
কালিম্পং–১ – ৭৭৯৭৩৭৮৬৫৪
লাভা – ৭৭৯৭৩৭৮৬৫৫
পেদং – ৯৬৭০০২৪৮৪৮
গরুবাথান – ৭৫৫১০৮৯৮