Matibur Rahman: ছাব্বিশে মালদায় হঠাত্‍ নিজেকে প্রার্থী ঘোষণা বড় ব্যবসায়ীর, কে এই মতিবুর?

সংখ্যালঘু ভোট ব্যাঙ্ককে পাখির চোখ করে রাজনীতির ময়দানে আরও এক ব্যবসায়ী। মালদা জেলার মিম, নওসাদ সিদ্দিকীর পর সংখ্যালঘু ভোটকে হাতিয়ার করে সামাজিক মাধ্যমে বহু চর্চিত ব্যবসায়ী মতিবুর রহমান হরিশ্চন্দ্রপুর বিধানসভায় লড়াইয়ের ময়দানে নামতে চলেছেন। 

Advertisement
ছাব্বিশে মালদায় হঠাত্‍ নিজেকে প্রার্থী ঘোষণা বড় ব্যবসায়ীর, কে এই মতিবুর?মতিবুর রহমান
হাইলাইটস
  • সংখ্যালঘু ভোট ব্যাঙ্ককে পাখির চোখ করে রাজনীতির ময়দানে আরও এক ব্যবসায়ী
  • সামাজিক মাধ্যমে বহু চর্চিত ব্যবসায়ী মতিবুর রহমান হরিশ্চন্দ্রপুর বিধানসভায় লড়াইয়ের ময়দানে নামতে চলেছেন
  • ২০২১ সালে বিজেপির প্রার্থী হয়েছিলেন মালদহের হরিশ্চন্দ্রপুর বিধানসভা থেকে মতিবুর রহমান

সংখ্যালঘু ভোট ব্যাঙ্ককে পাখির চোখ করে রাজনীতির ময়দানে আরও এক ব্যবসায়ী। মালদা জেলার মিম, নওসাদ সিদ্দিকীর পর সংখ্যালঘু ভোটকে হাতিয়ার করে সামাজিক মাধ্যমে বহু চর্চিত ব্যবসায়ী মতিবুর রহমান হরিশ্চন্দ্রপুর বিধানসভায় লড়াইয়ের ময়দানে নামতে চলেছেন বলে খবর। 

২০২১ সালে বিজেপির প্রার্থী হয়েছিলেন মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভা থেকে মতিবুর রহমান। তাঁর কেরামতিতেই কংগ্রেসের শক্ত ঘাঁটিতেই হাত শিবিরকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বিজেপি। সেই মতিউর রহমান আবারও নির্বাচনী ময়দানে। তবে এখনও কোন দলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা ঠিক করেননি। তবে দুই কোটি টাকা উন্নয়নের ইস্তেহার প্রকাশ করে মালদহের রাজনীতিতে চমক দিতে চাইছেন তিনি। 

যতদূর খবর, তিনি ভরতপুরের বিধায়ক হুমায়ন কবীর হতে চান না। তিনি গরীবের বন্ধু হয়ে মানুষের সেবা করতে চান।


সোশ্যাল সাইটে বহুল চর্চিত মতিউর রহমানের জানান, 'এবার হরিশ্চন্দ্রপুরে খেলা হবে। টি ২০ খেলতে নেমেছি।'

এই প্রসঙ্গে মতিবুর রহমানের সহকর্মী হেফজুর রহমানের দাবি, নিজের অর্থ ব্যয় করে সমাজের উন্নয়ন সম্ভব নয়। তাই রাজনীতি ময়দানে নেমে সরকারের প্রতিনিধি হয়ে স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে হবে। তবেই সমাজের উন্নতি ঘটবে।

সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক মালদার ১২টি বিধানসভাতে ফ্যাক্টর। আর সেই ভোট ব্যাঙ্কের উপর ভরসা করেই মতিউর থেকে শুরু করে মিম ,আইএসএফ থেকে হুমায়ন কবীর নেমে পড়েছেন মালদার রাজনীতির ময়দানে। 

যদিও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আবদুর রহিম বক্সির দাবি, গণতন্ত্রের দেশ। সকলের অধিকার রয়েছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার। তবে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব যাকেই দলের প্রতীক দেবেন। তাঁর হয়ে দলের কর্মীরা নির্বাচনে লড়াই করবে। (রিপোর্টারঃ মিলটন পাল)

 

POST A COMMENT
Advertisement