IslamPur Girl Shot Dead: জমি বিবাদের জেরে ইসলামপুরে উত্তেজনা, গুলিবিদ্ধ হয়ে নাবালিকার মৃত্যু

IslamPur Girl Shot Dead: পরিস্থিতি সামাল দিতে দ্রুত ইসলামপুর মহকুমা হাসপাতাল ও ঘটনার জায়গায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য এলাকায় কড়া নজরদারি চলছে।

Advertisement
জমি বিবাদের জেরে ইসলামপুরে উত্তেজনা, গুলিবিদ্ধ হয়ে নাবালিকার মৃত্যু

IslamPur Girl Shot Dead: উত্তর দিনাজপুরের ইসলামপুরে জমি বিবাদকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক নাবালিকার। মৃতের নাম কৌশিরা বেগম (১২)। ঘটনায় গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা-২ গ্রাম পঞ্চায়েতের ঝলঝলি এলাকায় দীর্ঘদিন ধরেই দুই গোষ্ঠীর মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল। সেই পুরনো বিবাদ শনিবার হঠাৎ করেই সংঘর্ষে রূপ নেয়। বিবাদের মধ্যেই আচমকা গুলি চলে বলে অভিযোগ। সেই গুলিতেই গুরুতর জখম হয় কিশোরী কৌশিরা বেগম। চারপাশে হইচই শুরু হয়ে যায় এলাকায়।

রক্তাক্ত অবস্থায় কৌশিরাকে তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছনোর পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নাবালিকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভ ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতার ভিড় জমতে শুরু করে ঘটনাস্থল ও হাসপাতাল চত্বরে।

পরিস্থিতি সামাল দিতে দ্রুত ইসলামপুর মহকুমা হাসপাতাল ও ঘটনার জায়গায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য এলাকায় কড়া নজরদারি চলছে।

জমি বিবাদের জেরে কীভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হল এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। একাধিক দিক থেকে ঘটনার তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোক ও চাঞ্চল্যের ছায়া। নাবালিকার মৃত্যু ঘিরে জমি বিবাদে অস্ত্র ব্যবহারের প্রশ্নও নতুন করে উঠে এসেছে।

 

POST A COMMENT
Advertisement