লোকালয়ে হামলা, ৭ জনকে জখম করে ফালাকাটায় রহস্য মৃত্যু চিতাবাঘের

ঘটনার সূত্রপাত সোমবার বিকেল প্রায় চারটে নাগাদ। বাড়ির পাশের সরষে ক্ষেতের আলপথ দিয়ে যাওয়ার সময় আচমকাই এক কিশোরীর উপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘটি। কিশোরীর চিৎকারে গ্রামবাসীরা ছুটে এলে উন্মত্ত বাঘটি একে একে আরও কয়েকজনের উপর চড়াও হয়।

Advertisement
লোকালয়ে হামলা, ৭ জনকে জখম করে ফালাকাটায় রহস্য মৃত্যু চিতাবাঘের

উত্তরবঙ্গের চা-বাগান অঞ্চল ছাড়িয়ে এবার লোকালয়ে চিতাবাঘের হানায় তীব্র আতঙ্ক ছড়াল। সোমবার বিকেলে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনীরামপুর-২ গ্রাম পঞ্চায়েতের শিসাবাড়ি এলাকায় চিতাবাঘের আক্রমণে রণক্ষেত্রের চেহারা নেয় মাগুরটারি গ্রাম। দিনদুপুরে কিশোরী-সহ মোট সাতজন জখম হওয়ার পর রহস্যজনকভাবে মৃত্যু হয় ওই পূর্ণবয়স্ক চিতাবাঘটির। বনদপ্তরের প্রাথমিক অনুমান, উত্তেজিত জনতার গণপিটুনিতেই প্রাণীটির মৃত্যু হয়েছে।

আলপথেই শুরু ভয়াবহতা
ঘটনার সূত্রপাত সোমবার বিকেল প্রায় চারটে নাগাদ। বাড়ির পাশের সরষে ক্ষেতের আলপথ দিয়ে যাওয়ার সময় আচমকাই এক কিশোরীর উপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘটি। কিশোরীর চিৎকারে গ্রামবাসীরা ছুটে এলে উন্মত্ত বাঘটি একে একে আরও কয়েকজনের উপর চড়াও হয়। স্থানীয়দের দাবি, কারও ঘাড়ে, কারও মাথায়, আবার কারও পায়ে কামড় দেয় বুনো প্রাণীটি। মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক ও উত্তেজনা।

উদ্ধার না কি গণপিটুনি?
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জটেশ্বর পুলিশ ফাঁড়ির পুলিশ ও দলগাঁও রেঞ্জের বনকর্মীরা। দীর্ঘ তল্লাশির পর একটি সরষে ক্ষেতের ধারে নিথর অবস্থায় চিতাবাঘটির দেহ উদ্ধার হয়। বনদপ্তরের প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গিয়েছে, প্রাণীটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লোকালয়ে ঢুকে পড়ার পর উত্তেজিত জনতার মারধরেই চিতাবাঘটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে অনুমান বনকর্তাদের।

বনদফতর ও পুলিশের বক্তব্য
জলপাইগুড়ি বন বিভাগের ডিএফও বিকাশ ভি জানান, “একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ উদ্ধার হয়েছে। পিটিয়ে মারা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। ঘটনায় কারা জড়িত, তা জানতে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।” অন্যদিকে, জটেশ্বর ফাঁড়ির ওসি দেবাশিস রঞ্জন দেব জানান,
“এই ঘটনায় বনদপ্তরের পক্ষ থেকে এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।”

 

POST A COMMENT
Advertisement