Malda Kaliachak Shootout: ফের উত্তপ্ত কালিয়াচকের মোজমপুর। রবিবার রাতে ব্রাউন সুগার চক্রের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হতেই চলল বেপরোয়া গুলিবর্ষণ। গোলাগুলির ফলে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। কালিয়াচকের লিচুবাগান এলাকা থেকে এক রক্তাক্ত যুবককে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত যুবকের নাম করিম খান। জানা গেছে, রবিবার রাতে করিম নিজ বাড়ির পাশের লিচু বাগানে গিয়েছিলেন। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় খোঁজ শুরু করেন তাঁর পরিবারের সদস্যরা। পরে স্থানীয়রা খবর দেন যে তাঁকে দুষ্কৃতীরা গুলি করেছে। পরিবারের লোকজন ছুটে গিয়ে লিচু বাগানে করিমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সেখান থেকে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে চিকিৎসাধীন করিমের অবস্থা আশঙ্কাজনক।
করিমের মা গোলা বিবি জানান, “আমার ছেলে আম ও লিচুর বাগানে গিয়েছিল। সেখানে দুষ্কৃতীরা আচমকা গুলি চালিয়ে পালিয়ে যায়।” করিমের স্ত্রী কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশের পক্ষ থেকে ঘটনার ভিত্তিতে ইতিমধ্যে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকেই মালদার একাধিক অঞ্চলে গুলিচালনার ঘটনা উদ্বেগ সৃষ্টি করেছে। এর মধ্যে অন্যতম, ইংরেজবাজারে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের হত্যাকাণ্ড—নিজের দোকানের সামনেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। পাশাপাশি গত কয়েকদিনে কালিয়াচকেও একাধিক অশান্তির ঘটনা সামনে এসেছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, “মোজমপুর এলাকাটি গত কয়েক মাস শান্ত ছিল। তবে সম্প্রতি ফের অশান্ত হয়ে উঠছে।” ঘটনার বিষয়ে কালিয়াচকের এসডিপিও ফয়সাল রাজা জানান, “মোজমপুরে গুলি চলেছে, একজন গুলিবিদ্ধ। ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে।”