Puja Tourism Kasyam: পুজোর ছুটির প্ল্যান কি এখনও হয়নি? নাকি দার্জিলিং-গ্যাংটকের ভিড় আর একঘেয়ে সফরে মন উঠছে না? পাহাড় চাই, কিন্তু একটু অন্যরকমভাবে, সেই আশা যদি থাকে, তাহলে উত্তরবঙ্গের এক গোপন রত্নের হদিশ দিচ্ছি আজ। ভিড়ের বাইরে, শহরের কোলাহল থেকে দূরে, একটুখানি নিঃশব্দে হিমেল হাওয়া খুঁজছেন? তাহলে প্যাকিং শুরু করে দিন, ডেস্টিনেশন ‘কাস্যম’।
শিলিগুড়ি থেকে মাত্র আড়াই ঘণ্টার পথ পেরোলেই পৌঁছে যাবেন কালিম্পং জেলার এক ছোট্ট, ছবির মতো সাজানো গ্রাম কাস্যম। এখান থেকেই চোখে পড়বে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ। শুধু তাই নয়, রাতের অন্ধকারে যখন সিকিম শহর আলোকমালায় ঝলমল করে, তখন আপনি তা দেখতে পাবেন আপনার ঘরের জানালায় বসেই।
এই গ্রামে রয়েছে মন কাড়া একাধিক হোমস্টে। ছোট্ট, সাজানো গোছানো এই হোমস্টেতে যেমন অতিথিপরায়ণতা, তেমনই রয়েছে পরিপাটি ঘর, পরিষ্কার বাথরুম, গিজারের সুবিধা, এবং বারবিকিউর বন্দোবস্ত। সকাল হোক বা সন্ধে, প্রতিটি সময়ের জন্য আলাদা করে রয়েছে স্ন্যাকস আর হোমমেড খাবারের আয়োজন। খাওয়াদাওয়ার মান, আতিথেয়তা আর ভিউ, সব মিলিয়ে এই হোমস্টে আপনাকে দার্জিলিং বা গ্যাংটক ভুলিয়ে দিতে বাধ্য।
কাস্যমে থেকে ঘুরে আসুন আশপাশের এই দর্শনীয় জায়গাগুলি:
ডেলো পার্ক (কালিম্পংয়ের বিখ্যাত পিকনিক স্পট)
রামধুরা ভিউ পয়েন্ট (এখানে থেকে কাঞ্চনজঙ্ঘার এক অনন্য রূপ দেখবেন)
রিশপ ও লাভা(যারা নেচার ট্রেইল ভালোবাসেন, তাঁদের জন্য একেবারে পারফেক্ট)
লাভা মনাস্ট্রি ও কোলাখাম (পাহাড় আর প্রার্থনার নিঃশব্দ সৌন্দর্য উপভোগ করতে পারবেন)
ছাঙ্গে ফলস ও জলসা বাংলো (প্রকৃতির কোলে একান্তে সময় কাটানোর জায়গা)
যাঁরা দার্জিলিং কিংবা গ্যাংটকের জ্যাম আর পর্যটকের ভিড় থেকে বিরতি চাচ্ছেন, তাঁদের জন্য কাস্যম যেন এক স্বর্গ। একদিন থেকেও যে জায়গা এত শান্তি দিতে পারে, তা না দেখলে বিশ্বাস করা কঠিন।
পুজোর ছুটির ভিড় এড়িয়ে, একবার ঘুরে আসুন এই হিমালয়ের কোলে বসে থাকা ছোট্ট গ্রাম থেকে। হয়তো এখানেই খুঁজে পাবেন নিজের ‘মিডিয়েশন স্পট’।