আজ অবসর, আগের দিন এল বদলির নির্দেশ, অবাক কুমারগঞ্জ থানার বিদায়ী ICদীর্ঘ পুলিশি জীবনের শেষ দিনটি শান্তিতে কাটার কথা ছিল। কিন্তু তার বদলে প্রশ্নের মুখে পড়েই সময় কাটছে কুমারগঞ্জ থানার আইসি রামপ্রসাদ চাকলাদারের। শুক্রবার, অবসরের ঠিক একদিন আগে রাজ্য পুলিশের বদলির তালিকায় উঠে এল তাঁর নাম। নির্দেশ অনুযায়ী, কুমারগঞ্জ থানা থেকে তাঁকে বদলি করা হয়েছে হাওড়া পুলিশ কমিশনারেটে।
শনিবার, ৩১ জানুয়ারি রামপ্রসাদ চাকলাদারের ষাট বছর পূর্ণ হচ্ছে। অর্থাৎ সেদিনই তাঁর অবসর নেওয়ার কথা। তার মাত্র ২৪ ঘণ্টা আগে বদলির নির্দেশ প্রকাশ্যে আসতেই জেলাজুড়ে শুরু হয়েছে জল্পনা। অনেকের প্রশ্ন, যিনি কালই চাকরি ছাড়ছেন, তিনি আজ হাওড়ায় যোগ দেবেন কীভাবে?
বৃহস্পতিবার রাজ্য পুলিশের তরফে ১০৯ জন আইসি ও সিআই অফিসারের বদলির তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় দক্ষিণ দিনাজপুর জেলার আরও চারজন আধিকারিকের সঙ্গে রয়েছে রামপ্রসাদবাবুর নামও। নির্দেশিকা হাতে আসার পর থেকেই থানাচত্বর, চায়ের দোকান, সব জায়গাতেই একটাই আলোচনা।
এ বিষয়ে আইসি রামপ্রসাদ চাকলাদার নিজেই সংবাদমাধ্যমকে জানান, “আগামীকালই আমার কর্মজীবন শেষ হচ্ছে। বদলির এই নির্দেশ সম্ভবত ভুলবশত জারি হয়েছে।” সারাদিন ধরে একই প্রশ্নের মুখোমুখি হয়ে কিছুটা বিরক্ত হলেও বিষয়টি নিয়ে তিনি আর মন্তব্য করতে চাননি।
তবে বদলির নির্দেশ যাই হোক না কেন, বিদায়ের আয়োজন থেমে থাকেনি। শুক্রবার থানার সহকর্মীরা তাঁকে আন্তরিক বিদায় সংবর্ধনা দেন। শনিবার জেলা পুলিশ সুপারের দপ্তরেও তাঁর জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পুলিশ মহলের একাংশের মতে, অনেক সময় তথ্যভাণ্ডার আপডেট না থাকায় এমন প্রশাসনিক বা প্রযুক্তিগত ভুল হয়ে থাকে। কিন্তু কারণ যা-ই হোক, অবসরের আগের দিনে এই বদলির নির্দেশ রামপ্রসাদ চাকলাদারের দীর্ঘ কর্মজীবনের শেষ অধ্যায়কে যে বেশ স্মরণীয় করে তুলেছে, তা মানছেন সকলেই।