Kumargunj Mnior Death Case: কুমারগঞ্জে পুকুর থেকে মিলল নাবালিকার অর্ধনগ্ন-গলিত মৃতদেহ

Kumargunj Mnior Death Case: গত শুক্রবার স্কুল গিয়েছিল সে। তারপর থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। শনিবার কুমারগঞ্জ থানায় একটি মিসিং ডায়েরিও করা হয়েছিল। কিন্তু কোনও খোঁজ মেলেনি।তিন দিন পর আজ বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে মাঠের মাঝখানে অবস্থিত একটি নির্জন পুকুর থেকে তাঁর পচাগলা দেহ উদ্ধার হয়।

Advertisement
কুমারগঞ্জে পুকুর থেকে মিলল নাবালিকার অর্ধনগ্ন-গলিত মৃতদেহ কুমারগঞ্জে পুকুর থেকে মিলল নাবালিকার অর্ধনগ্ন-গলিত মৃতদেহ

Kumargunj Mnior Death Case: গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল পঞ্চম শ্রেণির ছাত্রী ওই নাবালিকা। ৩ দিন পর ধূ ধূ প্রান্তরের মাঝখানে একটি পুকুর থেকে ওই নাবালিকার পচাগলা অর্ধনগ্ন দেহ উদ্ধার হল। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ এলাকার। কুমারগঞ্জ থানার আইসি রামপ্রসাদ চাকলাদার জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দেহটি পুকুর থেকে তুলে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় ও পরিবার জানা গিয়েছে, গত শুক্রবার স্কুল গিয়েছিল সে। তারপর থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। শনিবার কুমারগঞ্জ থানায় একটি মিসিং ডায়েরিও করা হয়েছিল। কিন্তু কোনও খোঁজ মেলেনি।তিন দিন পর আজ বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে মাঠের মাঝখানে অবস্থিত একটি নির্জন পুকুর থেকে তাঁর পচাগলা দেহ উদ্ধার হয়।

দেহের উপরের অংশে কাপড় না থাকায় এটি ধর্ষণ ও হত্যার ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এই প্রসঙ্গে মেয়েটির বাবা জানিয়েছেন, ‘মেয়ে স্কুলে গিয়েছিল, এরপর আর ফেরেনি। মেয়ের উপরের অংশে কাপড় নেই, আমার মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আমি এর বিচার চাই।’

এদিকে, এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে দাবি করেছেন, কুমারগঞ্জে টানা ৩ দিন নিখোঁজ থাকার পর আজ এক নাবালিকার অর্ধনগ্ন, পচাগলা দেহ উদ্ধার হল পুকুর থেকে। পরিবারের তরফে মিসিং ডায়েরি করা হয়েছিল, কিন্তু নির্লজ্জ প্রশাসনের কোনও পদক্ষেপ ছিল না। তিনি লেখেন, ‘গ্রাম হোক বা শহর, তৃণমূল সরকারের জঙ্গলরাজ্যে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে মহিলাদের জন্য আতঙ্কের বধ্যভূমি। মহিলাদের উপর পৈশাচিক নির্যাতন থেকে খুন,প্রতিদিন, প্রতিমুহূর্তে ঘটলেও দুর্বৃত্তদের সংরক্ষণকারী দলদাস পুলিশ শুধুই নীরব দর্শক। ’

 

POST A COMMENT
Advertisement