Panchayat Secretary Killed Malda: জমি বিবাদকে কেন্দ্র করে (Land dispute) দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র মালদা। সংঘর্ষের বলি হলেন মালদার পঞ্চায়েত সেক্রেটারি (Panchayat secretary)। পাশপাশি ঘটনায় আহত হয়েছে দুই পক্ষের প্রায় ৬ জন বলে জানা যাচ্ছে।
শনিবার ঘটনাটি ঘটেছে মালদার ভূতনি থানার অন্তর্গত হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবর্ধন টোলায়। মৃত ব্যক্তির নাম কমল মণ্ডল। তিনি ভূতনি থানার দক্ষিণ চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি ইনচার্জ পদে নিযুক্ত ছিলেন। এদিন খবর পেয়েই ভূতনি থানার পুলিশ প্রশাসন তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছায়। মৃত কমল মণ্ডলের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ভূতনি থানায় পুলিশ। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কমল মণ্ডলের পরিবারের সঙ্গে ফেকন মণ্ডলের পরিবারের দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিবাদ চলছিল। পাশাপাশি থানায় একাধিক মামলাও চলছিল বলে জানা গিয়েছে। কিন্তু শনিবার বিকেলে হোলির উৎসবে ওই দুই পরিবারের মধ্যে সেই পুরাতন জমি বিবাদকে কেন্দ্র করে গোলমাল বাধে।
গোলমাল কিছুক্ষণের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেধে যায়। সেই সময় ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয় কমল মণ্ডলের। এছাড়াও দুই পক্ষের আহত ছয়জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাঁদের চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছেন।