Elephant Attack Death: মাদারিহাটে হাতির হানায় গৃহকর্তার সামনেই মৃত্যু স্ত্রী ও দেড় বছরের শিশুকন্যার

গ্রামবাসীরা ছুটে এলেও, শেষরক্ষা হয়নি। গুরুতর অবস্থায় দু’জনকে মাদারিহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গৃহকর্তা নিজে স্ত্রী ও মেয়েকে বাঁচাতে ছুটে গিয়েছিলেন, কিন্তু হাতির রুদ্ররূপের সামনে কিছুই করতে পারেননি।

Advertisement
মাদারিহাটে হাতির হানায় গৃহকর্তার সামনেই মৃত্যু স্ত্রী ও দেড় বছরের শিশুকন্যারনকশালবাড়িতে যুবককে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারল দলছুট হাতি, এলাকায় আতঙ্ক। প্রতীকী ছবি

Madarihat Elephant Attack: দীপাবলির মধ্যেই অন্ধকার নেমে এল মাদারিহাটের মধ্য খয়েরবাড়ি গ্রামে। ঘুমন্ত রাত ফুঁড়ে চিৎকারে কেঁপে উঠল এলাকা। কারণ, এক বুনো হাতির হামলায় এক মুহূর্তে প্রাণ হারাল মা ও তাঁর দেড় বছরের শিশুকন্যা। ভয়ার্ত চোখে অসহায় গৃহকর্তা শুধু দেখলেন, কোলের মেয়ে ও স্ত্রীকে শুঁড়ে জড়িয়ে টেনে নিয়ে যাচ্ছে বুনো হাতি মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল তাদের জীবন।

স্থানীয় সূত্রে খবর, বুধবার গভীর রাতে মাদারিহাট থানা এলাকার মধ্য খয়েরবাড়ি গ্রামে ঢুকে পড়ে বুনো হাতির একটি দল। গত দু’দিন ধরে এই অঞ্চলে হাতির আনাগোনা বাড়লেও, এদিনের ঘটনাই সবচেয়ে ভয়াবহ। রাতে বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন সোনাই মুণ্ডা। কোলে ছিল দেড় বছরের কন্যা। আচমকাই এক বিশাল হাতি তাদের দিকে তেড়ে আসে। শুঁড়ের আছাড়ে মুহূর্তে লুটিয়ে পড়েন মা ও শিশু।

গ্রামবাসীরা ছুটে এলেও, শেষরক্ষা হয়নি। গুরুতর অবস্থায় দু’জনকে মাদারিহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গৃহকর্তা নিজে স্ত্রী ও মেয়েকে বাঁচাতে ছুটে গিয়েছিলেন, কিন্তু হাতির রুদ্ররূপের সামনে কিছুই করতে পারেননি।

জলদাপাড়া বন বিভাগের ডিএফও প্রবীণ কাসওয়ান বলেন, “এলাকায় গত কয়েকদিন ধরে হাতির গতিবিধি বেড়েছে। বনকর্মীদের টহলদারি জোরদার করা হয়েছে। স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।”

এই ঘটনায় এলাকায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। গ্রামবাসীরা রাতে ঘর ছেড়ে বাইরে যেতে ভয় পাচ্ছেন। একদিকে দীপাবলির আলো, অন্যদিকে মৃত্যু ও কান্নায় ভেসে যাচ্ছে মাদারিহাট, এক অনির্বচনীয় শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে।

 

POST A COMMENT
Advertisement