Malda Mystery Death: মালদায় রহস্যজনক মৃত্যু হল একই পরিবারের ৩ জনের, কারণ নিয়ে ধোঁয়াশা

Malda Mystery Death: পরিবারের অভিযোগ, টিউবওয়েলের জল খাওয়ার কারণে কিংবা খাবারে বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়ে থাকতে পারে। মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, ‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না।’

Advertisement
মালদায় রহস্যজনক মৃত্যু হল একই পরিবারের ৩ জনের, কারণ নিয়ে ধোঁয়াশামালদায় রহস্যজনক মৃত্যু হল একই পরিবারের ৩ জনের, কারণ নিয়ে ধোঁয়াশা

Malda Mystery Death: মালদায় রহস্যজনকভাবে মৃত্যু হল একই পরিবারের ৩ জনের। পরিবারের সন্দেহ টিউবয়েলের দূষিত জল খেয়ে মৃত্যু হয়েছে তাঁদের। পুরো এলাকায় প্রায় একহাঁটু জল। ডুবে গিয়েছে নলকূপও। সেই জল খেয়েই শাশুড়ি,বৌমা ও নাতনির মৃত্যু হলো বলে অভিযোগ। তবে মৃত্যুর কারণ নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানাননি হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও।

পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম পুষ্প মণ্ডল(৬৫), বুল্টি মণ্ডল(৩৫) এবং পিউ মণ্ডল (১০)। পরিবারের দাবি, নলকূপের জল খাওয়ার পরেই অসুস্থ পড়েন তিনজন। সঙ্গে সঙ্গে তাঁদের বৈষ্ণবনগরের বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল। সেখানে যাওয়ার পথে মৃত্যু হয় পিউয়ের। পুষ্প এবং বুল্টিকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁদেরও।

পরিবারের অভিযোগ, টিউবওয়েলের জল খাওয়ার কারণে কিংবা খাবারে বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়ে থাকতে পারে। মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, ‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না।’ তবে টিউবওয়েলের জলের কারণে মৃত্যু হয়নি বলে স্পষ্ট জানিয়ে দিলেন মালদার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: সুদীপ্ত ভাদুড়ি। তিনি বলেন, ‘টিউবওয়েলের জল তো আশপাশের সবাই ব্যবহার করেন। সেখান থেকে হলে এলাকার অনেকেই অসুস্থ হতেন। তেমনটা হয়নি। খাবারের বিষক্রিয়া থেকেই মৃত্যু বলে মনে হচ্ছে।’

স্থানীয় প্রশাসনের তরফে বাড়ির খাবার এবং টিউবওয়েলের জল পরীক্ষা করে দেখা হবে বলে জানানো হয়েছে। কিন্তু অভিযোগ, বন্যা বিধ্বস্ত এলাকায় এখনও পর্যন্ত স্বাস্থ্যদপ্তরের টিম পৌঁছয়নি। জলবাহিত রোগ ছড়াচ্ছে কি না, বোঝা যাচ্ছে না তাও।

একই পরিবারের তিনজনের মৃত্যুতে শুরু হয়েছে রাজনৈতিক টানাপড়েন। কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য হৃদয় মণ্ডল বলেন, ‘নলকূপের জল খেয়েই সবাই অসুস্থ হয়ে পড়েন। জল থেকে কোনও বিষক্রিয়া হয়েছে কি না, দেখা হচ্ছে।’ তবে স্বাস্থ্যদপ্তরের কোনও টিম যে এলাকায় পৌঁছয়নি, তা স্বীকার করে নিয়েছেন তিনি। পাল্টা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বলে তোপ দেগেছে বিজেপি।

Advertisement

বিজেপির মালদা দক্ষিণের জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের কথায়, ‘এখনও পর্যন্ত যে ১০ জন মারা যাননি সেটাই আশ্চর্যের। এই রাজ্যে নলকূপের জল খেলেই মৃত্যু হবে। স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু নেই। ২৬-এ সরকার না পাল্টালে আমাদের সবাইকেই মরতে হবে।’
 

POST A COMMENT
Advertisement