Malda Chanchal Clash: জমি কার? পুরনো বিতর্কে ফের রক্ত ঝরল চাঁচলে। জমি মাপজোখ করতে এসে রীতিমতো রণক্ষেত্রে দাঁড়িয়ে গেল চাঁচল ১-এর অলিহন্ডা গ্রাম পঞ্চায়েতের কনুয়া। বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১২ জন। লাঠি, ইট-পাটকেল চালিয়ে একে অপরের উপর হামলা চালায় বলে অভিযোগ। এলাকায় টহল দিচ্ছে পুলিশ। ফের যাতে উত্তেজনা না ছড়ায়, সে দিকে কড়া নজর প্রশাসনের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামবাসী দীপু প্রামাণিকের এক টুকরো জমির অংশীদারিত্ব ঘিরেই শুরু দ্বন্দ্ব। দীর্ঘদিন ধরেই ওই জমি নিয়ে বিবাদে জড়িয়ে ছিলেন মতিউর রহমান ও আব্দুস সালাম নামে দুই ব্যক্তি। অভিযোগ, দুই পক্ষই জমির মালিকানা দাবি করে। এক অংশীদারের থেকে চার শতক জমি কেনেন মতিউর। অন্যদিকে, সেই একই জমি নাকি আগেই কিনেছিলেন সালাম।
বৃহস্পতিবার সরকারি আমিন জমি মাপতে এলেই নতুন করে ছড়ায় উত্তেজনা। স্থানীয়রা জানান, মাপজোখ চলাকালীন মতিউর রহমান সেখানে নতুন বাড়ি নির্মাণের কাজ শুরু করে দেন। খবর পেয়ে আব্দুস সালাম দলবল নিয়ে ঘটনাস্থলে হাজির হন। প্রথমে চলে প্রবল বাকবিতণ্ডা। কিছুক্ষণের মধ্যেই তা গড়ায় হাতাহাতি ও মারামারিতে। দু’পক্ষই একে অপরের উপর ইট, পাথর ও লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে।
সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ও হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশাল পুলিশ বাহিনী।
তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত দুই পক্ষের কেউই থানায় কোনও অভিযোগ দায়ের করেনি। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। তবে জমির কাগজপত্র খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু হয়েছে।