Malda College Student Missing Mystery: মালদা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ কলেজ পড়ুয়া, অপহরণের আশঙ্কা পরিবারের

Malda College Student Missing Mystery: মালদা কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র বিশাল বসাক তিনদিন ধরে নিখোঁজ। পরিবারের আশঙ্কা অপহরণ করা হয়েছে তাকে। থানায় লিখিত অভিযোগ জমা করেছেন তাঁরা। খোঁজে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।

Advertisement
মালদা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ কলেজ পড়ুয়া, অপহরণের আশঙ্কা পরিবারের

Malda College Student Missing Mystery: পড়াশোনার উদ্দেশে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি মালদহের এক কলেজ পড়ুয়া। তিন দিন ধরে কোনো খোঁজ না মিলতেই চাঞ্চল্য ছড়িয়েছে মালদহ কলেজে। নিখোঁজ ছাত্রটি ইংরেজবাজার থানার নিয়ামতপুর কৃষ্ণনগর এলাকার বাসিন্দা বিশাল বসাক (১৮)। মালদহ কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষ, তৃতীয় সেমিস্টারের ছাত্র তিনি।

পরিবারের তরফে জানানো হয়েছে,, গত ৩ ডিসেম্বর বুধবার সকাল ১১টার দিকে তৃতীয় সেমিস্টারের ভর্তির কাজ সারতে কলেজে যায় বিশাল। কিন্তু দুপুর ২টার পর থেকে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় কলেজে খোঁজখবর নেওয়া হলে জানা যায়, বিশাল সেদিন কলেজে পৌঁছয়নি।

বিশালের দাদা অনুপ বসাক জানান, “ফোন বন্ধ আসছিল। কলেজেও খোঁজ পেলাম না। তাই সেদিনই ইংরেজবাজার থানায় লিখিত নিখোঁজের অভিযোগ দিই। এতদিন কেটে গেল, এখনও কোনো খোঁজ নেই। নিশ্চয়ই কেউ অপহরণ করেছে।”

মালদা কলেজের টিচার্স কাউন্সিলের সদস্য পীযূষ সাহা বলেন, “পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। আমরা বিষয়টি জানি। আশা করছি পুলিশ দ্রুত তদন্ত করে ছাত্রটিকে খুঁজে পাবে।”

ইংরেজবাজার থানার পুলিশ ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে। মোবাইলের শেষ টাওয়ার লোকেশন, সিসিটিভি, কলেজ রেকর্ড সব দিকই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সূত্র।

 

POST A COMMENT
Advertisement