Malda Girl Missing Case: মালদায় ছয় দিন ধরে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী, প্রেমিক গ্রেফতার, বন্ধুর গা-ঢাকা নিয়ে চাঞ্চল্য

Malda Girl Missing Case: মালদায় নিখোঁজ ছাত্রী, প্রেমিক গ্রেফতার, গা-ঢাকা দিয়েছে বন্ধু। পরিবারের অভিযোগ অপহরণ, তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement
মালদায় ছয় দিন ধরে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী, প্রেমিক গ্রেফতার, বন্ধুর গা-ঢাকা নিয়ে চাঞ্চল্যমালদায় ছয় দিন ধরে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী, প্রেমিক গ্রেফতার, বন্ধুর গা-ঢাকা নিয়ে চাঞ্চল্য

Malda Girl Missing Case: ছয় দিন কেটে গেলেও কোনও সন্ধান মেলেনি হরিশ্চন্দ্রপুর কিরণবালা বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর। গত সপ্তাহে নিজের বাড়ি থেকে নিখোঁজ হয় মেয়েটি। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, প্রেমের সম্পর্কের জেরে ওই নাবালিকাকে অপহরণ করা হয়ে থাকতে পারে।

ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার সুলতাননগরে। নিখোঁজ হওয়ার পরপরই পরিবার থানায় অপহরণের অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে পুলিশ স্থানীয় এক তরুণকে গ্রেপ্তার করেছে, যার সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে।

তবে ঘটনার পর থেকেই নিখোঁজ তরুণের এক ঘনিষ্ঠ বন্ধু গা ঢাকা দিয়েছে, যা তদন্তে নতুন মোড় এনেছে। পুলিশ ওই তরুণকে জিজ্ঞাসাবাদ করলেও এখনও পর্যন্ত মেয়েটির কোনও খোঁজ মেলেনি।

পরিবারের দাবি, তাঁদের মেয়েকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। মেয়েটি জীবিত না মৃত, তাও তাঁরা জানেন না। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার জানিয়েছেন, “এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নাবালিকার খোঁজে আমাদের তল্লাশি চলছে।” পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখে তল্লাশি চালাচ্ছে। নিখোঁজ ছাত্রীর সন্ধানে স্থানীয় বাসিন্দারাও উদ্বিগ্ন।

 

POST A COMMENT
Advertisement