
Malda Bangladeshi Girls Arrested: মালদা টাউন স্টেশনে তল্লাশিতে বড়সড় সাফল্য রেল পুলিশের। কাজে যাওয়ার নামে ভিনরাজ্যে পাড়ি দেওয়ার আগেই ধরা পড়ল দুই বাংলাদেশি তরুণী। সঙ্গে এক ভারতীয় যুবকও ছিল বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্ল্যাটফর্মে যৌথ অভিযানে তাদের আটক করে জিআরপি ও আরপিএফ। গোটা বিষয়টির পিছনে কোনও আন্তর্জাতিক পাচারচক্র সক্রিয় কি না, তা খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলচর-কোয়েম্বাটুর সুপারফাস্ট এক্সপ্রেসে তল্লাশি চালায় আরপিএফ। সেখানে জানতে পারে, শিলচর থেকে দুই বাংলাদেশি তরুণীকে নিয়ে এক যুবক ব্যাঙ্গালোরমুখী। এরপর মালদা টাউনে ট্রেন থামতেই তিনজনকেই নামিয়ে আটক করা হয়।
ধৃত দুই তরুণীর পরিচয়ও জানিয়েছে পুলিশ। সাইমা আখতার (২১) বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কলিয়ারচর থানা এলাকার বাসিন্দা। সুমাইয়া আখতার (১৯) নারায়ণগঞ্জ জেলার ফাতুল্লা থানার মেয়ে। তাদের সঙ্গে ধৃত যুবক ইমরান হোসেন লস্কর (২৩) অসমের কাছাড় জেলার বড়কোলা থানার বাসিন্দা বলে খবর।
প্রাথমিক জেরায় ধৃতরা দাবি করেছে, সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢুকেছিল দুই তরুণী। ব্যাঙ্গালোরে তাদের গ্রামের এক পরিচিত মানুষ কাজ করে।সেখানেই কাজের উদ্দেশে যাচ্ছিল তারা। ইমরান তাদের ‘গাইড’ হিসেবে সঙ্গে ছিল বলে জানিয়েছে পুলিশ।
জিআরপি থানার আইসি প্রশান্ত রাই বলেন, “আরপিএফ-এর তথ্যের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা শুরু হয়েছে। সাত দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়েছে।”
পুলিশ এখন খতিয়ে দেখছে, পেছনে কোনও আন্তর্জাতিক মানব পাচার চক্র আছে কি না। কীভাবে সীমান্ত পেরিয়ে ভারত ভূখণ্ডে ঢুকতে পারল তারা। স্থানীয় সহযোগী বা দালালের নেটওয়ার্ক যুক্ত আছে কি না। এই ঘটনায় সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে মালদা-মুর্শিদাবাদ সীমান্ত জুড়ে।