Malda Wife Attack Husband: বাপের বাড়ি থেকে আসতে না চেয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিল স্ত্রী, মালদায় উত্তেজনা

Malda Wife Attack Husband: দাম্পত্য কলহে স্ত্রীর মর্মান্তিক প্রতিশোধ! ঘরে ফেরাতে গিয়ে জীবনের সবচেয়ে বড় শাস্তি পেল স্বামী। মালদায় রক্তাক্ত কাণ্ড।

Advertisement
বাপের বাড়ি থেকে আসতে না চেয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিল স্ত্রী, মালদায় উত্তেজনাদাম্পত্য কলহের জের, মালদায় স্বামীর পুরুষাঙ্গ কেটে নিল মহিলা

Malda Wife Attack Husband: স্বামী-স্ত্রীর বিবাদ নতুন কিছু নয়, কিন্তু এবার সেই কলহ রূপ নিল এক ভয়াবহ ঘটনায়। মালদার হরিশ্চন্দ্রপুরে স্ত্রীর হাতে গুরুতর জখম হলেন স্বামী—সোজাসুজি যৌনাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে কোপ!

ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার সাদলিচক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাসুদেবপুর গ্রামে। স্থানীয় বাসিন্দা আব্দুল রহমানের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল। স্থানীয়রা জানিয়েছেন, দুজনের মধ্যে বনিবনা হত না। প্রায়ই ঝগড়া তো হাতাহাতি শুরু হয়েছে। সম্প্রতি পরিস্থিতি এতটাই চরমে ওঠে যে, স্ত্রী রাগে ঘর ছেড়ে চলে যান বাপের বাড়ি—বালুচর গ্রামে। সেখানেই থাকছিলেন তিনি। 

শনিবার স্ত্রীকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে শ্বশুরবাড়িতে যান আব্দুল। কিন্তু সেখানে ফের শুরু হয় তুমুল ঝগড়া। ঝগড়ার মাঝেই আচমকা স্ত্রী স্বামীর পুরুষাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারেন বলে অভিযোগ।

গুরুতর রক্তক্ষরণ শুরু হলে শ্বশুরবাড়ির লোকেরা প্রথমে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে এবং পরে মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করেন তাকে। সেখানেই এখন চিকিৎসাধীন আব্দুল।ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

POST A COMMENT
Advertisement