TMC MLA Niharranjan Ghosh: সোশ্যাল মিডিয়ায় ছবি, তথ্য দিয়ে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে আর্থিক প্রতারণার চেষ্টা দুষ্কৃতীদের। তাও আবার খোদ রাজ্যের তৃণমূল বিধায়কের প্রোফাইল। তাঁর নাম করে পরিচিতদের মেসেজ পাঠিয়ে টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ। ঘটনাটি বেশ কদিন জানতেই পারেননি। জানার পর নিজেই তড়িঘড়ি থানায় গিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন মালদার চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ।
নীহারবাবু সংবাদমাধ্যমকে জানান , সম্প্রতি কয়েকজনকে তাঁর নাম করে ফেসবুক প্রোফাইল ব্যবহার করে টাকা চাওয়া হয়েছে বলে তিনি খবর পান। তাঁর ছবি, তথ্য ও ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে তিনি খবর পান। তিনিব বলেন, "বিষয়টি জানতে পেরে আমি ই-মেল মারফত জেলা পুলিশ ও লালবাজার থানায় অভিযোগ জানিয়েছি। আমি নিজেও সেই ভুয়ো অ্যাকাউন্ট দেখতে পেয়েছি।" এ বিষয়ে মালদা সাইবার ক্রাইম থানা সূত্রে জানা গিয়েছে, বিধায়কের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এই মুহূর্তে বিধানসভার শীতকালীন অধিবেশনের জন্য কলকাতায় রয়েছেন নীহারবাবু। তাই মেল করে সাইবার ক্রাইম থানায় বিধায়ক নিজেই তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিধায়ক জানান, তাঁর ফেসবুক অ্যাকাউন্টটি তিনি খুব কম ব্যবহার করেন। শুধুমাত্র দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বিভিন্ন বার্তার প্রচার এবং রাজ্য সরকারের উন্নয়নমুখী কর্মকাণ্ডের বিষয়গুলি তাঁর ফেসবুকে পোস্ট করে থাকেন।
তাঁর অভিযোগ, গত কয়েকদিন ধরে বিধায়কের নিজস্ব নামের ফেসবুক থেকেই জমি, বাড়ি, গাড়ি, বিক্রয় কেন্দ্র সংক্রান্ত বিষয়ের নানান পোস্ট নজরে পড়ে তাঁর। এমনকী কাজের সন্ধান ও নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়ে একের পর এক পোস্ট প্রকাশ্যে আসে। নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকেই এই পোস্ট করা হচ্ছে বলে দেখতে পান তৃণমূল বিধায়ক। পরিস্থিতি আঁচ করতে পেরেই পুলিশ ও প্রশাসনের দ্বারস্থ হন নীহার ঘোষ। এর পিছনে প্রতারণার ছক থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তিনি। এর আগে অবশ্য পুলিশ কর্তা থেকে সাধারণ ব্যবহারকারীদেরও এই প্রতারণার ফাঁদে পড়তে হয়েছে।