Dihata Man Beaten Woman By Stripping: সোনার আংটি বন্ধক রাখলেও সময়মতো সুদের টাকা দিতে পারেননি মহিলা। এক বছর পরে সেই টাকা জোগাড় করে সেই আংটি ফেরত নিতে যান ওই মহিলা। তা নিয়ে বিবাদের জেরে ওই মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ এক ব্যক্তি ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। এমনকী ওই মহিলার স্বামী ও মেয়েকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। কোচবিহারের দিনহাটার সাহেবগঞ্জ থানা এলাকার ঘটনা। এ দিকে এই খবর ছড়াতেই অভিযুক্তের বাড়ি ঘেরাও করেন এলাকার লোকজন। রবিবারের এই ঘটনায় রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, এলাকার বাসিন্দা মায়া দাস অভাবের কারণে প্রতিবেশী মজিদুল হকের কাছে একটি সোনার আংটি বন্ধক রেখেছিলেন। গতকাল রাতে টাকা শোধ দিয়ে আংটি ফেরত নিতে যান মায়া দেবী। প্রথমে নানান অজুহাতে আংটি ফেরত দিতে অস্বীকার করেন মজিদুল। শেষে তিনি জানান, আংটি অন্যত্র বিক্রি করে দিয়েছেন। এরপর মহিলা প্রতিবাদ করলে তাকে মজিদুল ও তার স্ত্রী বাটাম দিয়ে বেধরক মারধর করে বলে অভিযোগ। এমনকি তাকে শারীরিকভাবে নিগ্রহও করা হয়। খবর পেয়ে মহিলার স্বামী ও মেয়ে তাকে উদ্ধার করে বামনহাট হাসপাতালে ভর্তি করেন।
ওই মহিলার অভিযোগ, ‘আমি যখন আংটি বন্ধক রাখি, আমাকে বলেছিল সুদ লাগবে না। এমনিই রেখে দাও। সময় মতো ফেরত নিও। এখন আমি টাকা জোগাড় করে আংটি ফেরত নিতে গিয়েছি, বলছে ফেরত দেবে না। এমনকী ১৫-২০ হাজার টাকা চাইছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর অভিযোগ, 'আমাকে বাড়িতে নিয়ে গিয়ে বিবস্ত্র করে মেরেছে। এমনকী আমার স্বামী, মেয়েকেও মেরেছে ওরা।’ ঘটনার পরেই অভিযুক্তদের বিরুদ্ধে সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। রাতেই গ্রেফতার করা হয় মূল অভিযুক্তকে।