Man Attack Lovers Family: প্রেমে প্রত্যাখ্যাত, ধূপগুড়িতে বাড়িতে ঢুকে প্রেমিকাকে এলোপাথাড়ি কোপাল যুবক

ঘটনাটি ঘটেছে ধুপগুড়ির মাগুরমারি ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায়। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়৷

Advertisement
প্রেমে প্রত্যাখ্যাত, ধূপগুড়িতে বাড়িতে ঢুকে প্রেমিকাকে এলোপাথাড়ি কোপাল যুবকধূপগুড়িতে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকার বাড়িতে ঢুকে এলোপাথারি কোপাল যুবক

প্রেমের প্রস্তাবে আপত্তি জানিয়েছিল যুবতী। পরিষ্কার জানিয়ে দিয়েছিল, তাকে ওই যুবতীর পছন্দ নয়। এই প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে রাগে যুবতীর বাড়িতে ছুরি নিয়ে ঢুকে পাঁচজনকে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠেছে অভিযুক্ত প্রেমিক যুবকের বিরুদ্ধে। জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনাটি ঘটেছে ধুপগুড়ির মাগুরমারি ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায়। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়৷ তবে অভিযোগ দায়ের না হওয়া পর্যন্ত পুলিশ মুখ খুলতে চাইছে না। ধূপগুড়ি থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। অভিযোগ দায়ের হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ও পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে অচেনা নম্বর থেকে যুবতীকে ফোন করে বিরক্ত করত ও প্রেমের প্রস্তাব দিত অভিযুক্ত। যুবতী তাঁর প্রস্তাবে সায় বেশ কয়েকবার ভয় দেখিয়েছে সে। কিন্তু তাতে পাত্তা দেয়নি যুবতী। সেই আক্রোশ বশত রবিবার সন্ধ্যায় ওই যুবক আচমকাই যুবতীর বাড়িতে ঢুকে যাদের সামনে পায়, এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়।

ওই যুবতী, যুবতীর বাবা, মা, বোন এবং পড়শি একজনও জখম হয়েছেন বলে জানা গিয়েছে। আহত পাঁচজনের মধ্যে তিনজনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বাকি দুজনের আঘাত তেমন গুরুতর নয়। 

যুবতীর কাকা জানান, ওই যুবক আচমকা বাড়িতে ঢুকে কোপানো শুরু করে। যারা বাধা দিতে যায়, তাদেরও জখম করে। বারবার তাঁর ভাইঝিকে ফোনে বিরক্ত করত। বারণ করলেও শোনেনি।

 

POST A COMMENT
Advertisement