Man Found Dead In Jalpaiguri: বন্ধুর সঙ্গে মেলা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু আর বাড়ি ফিরলেন না যুবক। রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা করেন চিকিৎসকরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সুবোধ রায়। বয়স ৩৬ বছর। মৃতের স্ত্রী সহ তিন সন্তান রয়েছে তাঁর। সুবোধের স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামীকে খুন করা হয়েছে। ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগও দায়ের করবেন বলে জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে। কোন বন্ধুর সঙ্গে গিয়েছিলেন সুবোধ, কিংবা কার সঙ্গে দেখা হয়েছিল, এ সমস্ত কিছু জানার চেষ্টা করছে পুলিশ।
জানা গিয়েছে, সুবোধ পেশায় দিনমজুর। বাড়ি ময়নাগুড়ি ব্লকের দোমোহনির শিঙিমারি এলাকায়। পরিবারের দাবি. বৃহস্পতিবার রাতে সুবোধ বাড়িতে জানান, লক্ষ্মীরহাট এলাকায় গান ও মেলা রয়েছে। সেখানে যাবেন বন্ধুর সঙ্গে। এরপরই হেঁটেই তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়েন। প্রায় ঘণ্টা দু’য়েক পরে স্থানীয়দের ফোন আসে, তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন শিঙ্গিমারি সংলগ্ন চা ফ্যাক্টরির সামনে। তাঁরা তড়িঘড়ি ছুটে যান। কিন্তু হাসপাতালে নেওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি।
স্থানীয় এক বাসিন্দা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জোরে কারও আর্ত চিৎকার শুনে বেরিয়ে এলে সুবোধকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। কিন্তু আশপাশে কাউকে দেখতে পাননি। এরপর বাড়ির লোককে খবর দিলে তাঁকে উদ্ধার করে প্রথমে বাড়িতে এবং পরে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে দ্রুত স্থানান্তরিত করা হয় জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর বলে জানা গিয়েছে।