ডালখোলায় স্কুলের সামনেই ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্তের দোকান জ্বালিয়ে দিল জনতা

স্কুলের সামনেই ছাত্রীর শ্লীতলাহানির অভিযোগ। যার জেরে উত্তপ্ত উত্তর দিনাজপুরের ডালখোলা। অভিযুক্ত ব্যক্তি ওই স্কুলেরই নিরাপত্তারক্ষী। ঘটনার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ দেখায় এলাকাবাসী।

Advertisement
ডালখোলায় স্কুলের সামনেই ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্তের দোকান জ্বালিয়ে দিল জনতা অভিযুক্তের দোকানে আগুন
হাইলাইটস
  • স্কুলের সামনেই ছাত্রীর শ্লীতলাহানির অভিযোগ
  • যার জেরে উত্তপ্ত উত্তর দিনাজপুরের ডালখোলা

স্কুলের সামনেই ছাত্রীর শ্লীতলাহানির অভিযোগ। যার জেরে উত্তপ্ত উত্তর দিনাজপুরের ডালখোলা। অভিযুক্ত ব্যক্তি ওই স্কুলেরই নিরাপত্তারক্ষী। ঘটনার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ দেখায় এলাকাবাসী। অভিযুক্তের দোকানে আগুনও ধরিয়ে দেওয়া হয়। পুলিশ এলে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। 

ডালখোলার একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ে সেই ছাত্রী। অভিযোগ, বিকেলবেলা সেই ছাত্রীকে তার মা স্কুল থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্নিয আসেন। তখন তিনি দেখেন, তাঁর মেয়ের শ্লীলতাহানি করছে স্কুলেরই নিরাপত্তারক্ষী। ঘটনা জানাজানি হতেই এলাকায় লোকজন জড়ো হয়ে যায়। তাদের তরফে বিক্ষোভ দেখানো হয় অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে। স্কুলের প্রধান শিক্ষিকাকে ঘিরেও বিক্ষোভ চলে দফায় দফায়। 

এরপর থানা ঘেরাও করা হয়। একই সঙ্গে আগুন লাগিয়ে দেওয়া হয় স্কুলের ওই নিরাপত্তারক্ষীর দোকানে। যা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ আসে ঘটনাস্থলে। তখন পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

এদিকে ঘটনার পর আরও একাধিক ছাত্রী ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করে। তাাদের দাবি, ওই নিরাপত্তারক্ষী তাদের সঙ্গেও এমন ব্যবহার মাঝে মধ্যেই করে থাকে। প্রতিবাদ করে কাজ হয়নি। তার শাস্তির দাবিও তোলা হয়েছে। এক অভিভাবক জানান, এই স্কুলের একাধিক ছাত্রীর সঙ্গে আগেও এমন ঘটনা ঘটেছে। তারা লোকলজ্জার ভয়ে কিছু বলতে পারেনি। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে অবগত বলেও দাবি করেন তিনি। তবে এই বিষয়ে স্কুলের কারও কোনও প্রতিক্রিয়া মেলেনি।  

পুলিশের তরফে জানানো হয়েছে, স্কুলের ওই অস্থায়ী কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তাকে গ্রেফতারও করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আইনানুগ পদক্ষেপ করা হবে। 
 

POST A COMMENT
Advertisement