Siliguri Merchant Stabbing Case: জাল নোট নিয়ে ধরা পড়ে, ছুরি নিয়ে ব্যবসায়ীর উপর হামলা; শিলিগুড়িতে গ্রেফতার ১

Siliguri Merchant Stabbing Case: ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ৪০ নম্বর ওয়ার্ডের হায়দরপাড়া সংলগ্ন ঘুগনি মোড় এলাকায়। অভিযুক্তকে ইতিমধ্যেই আটক করেছে ভক্তিনগর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে  চাঞ্চল্য।

Advertisement
জাল নোট নিয়ে ধরা পড়ে, ছুরি নিয়ে ব্যবসায়ীর উপর হামলা; শিলিগুড়িতে গ্রেফতার ১জাল নোট নিয়ে ধরা পড়ে, ছুরি নিয়ে ব্যবসায়ীর উপর হামলা; শিলিগুড়িতে গ্রেফতার ১

Siliguri Merchant Stabbing Case: শিলিগুড়িতে জাল নোট ভাঙানোর চেষ্টা করে ব্যর্থ হয় এক দুষ্কৃতী। শুধু ব্যর্থ হওয়া নয়, তাকে সতর্ক করে এক ব্যবসায়ী। তাতেই রাগ গিয়ে পড়ে ওই ব্যবসায়ীর উপর। এরপরই ছুরি নিয়ে ওই ব্যবসায়ীর উপর হামলা করে ওই যুবক বলে অভিযোগ। ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর পুলিশ অভিযোগের ভিত্তিতে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে।

ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ৪০ নম্বর ওয়ার্ডের হায়দরপাড়া সংলগ্ন ঘুগনি মোড় এলাকায়। অভিযুক্তকে ইতিমধ্যেই আটক করেছে ভক্তিনগর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে  চাঞ্চল্য। এলাকায় উত্তেজনার আবহ তৈরি হয়েছে। এর আগে দুদিন আগেই কলেজপাড়ায় দুই পক্ষের ঝামেলায় এক বাঙালি মহিলাকে আটক করে নিয়ে যায় পুলিশ। তাতে বহিরাগত ও স্থানীয়দের মধ্যে দুই ভাগ হয়ে যায়। দুপক্ষের সমর্থনে মানুষ সরব হয়। স্থানীয়দের সমর্থনে ও ঘটনার নিরপক্ষে তদন্তের দাবি করে সরব হন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষও। এর মধ্যে ফের এই ধরণের ঘটনা আগুনে ঘি ঢেলেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নীরজ ঠাকুরি নামে এক ব্যক্তি বৃহস্পতিবার জাল ১০০ টাকার নোট ভাঙাতে এসেছিল স্থানীয় ব্যবসায়ী প্রিয়াংশু পালের কাছে। তিনি নোট পরীক্ষা করে বুঝতে পারেন সেটি জাল। পাশাপাশি এও দেখেন অভিযুক্তের কাছে মোট পাঁচ হাজার টাকার  জাল নোট রয়েছে। এরপর প্রিয়াংশুবাবু অভিযুক্তকে জাল নোট ছিঁড়ে ফেলার কথা বলতেই আচমকা তাঁর উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত। গুরুতর জখম অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে (Siliguri Hospital)।

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হায়দরপাড়া এলাকায়। অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসীরা। পথে নামেন ব্যবসায়ীরাও। খবর পেয়ে ছুটে আসেন ভক্তিনগর থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে অভিযুক্ত নীরজ ছেত্রী ঠাকুরকে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।

 

POST A COMMENT
Advertisement