দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে একটি নার্সিংহোমে মর্মান্তিক ঘটনা। হাসপাতালের ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হল সদ্য পুত্রসন্তানের জন্ম দেওয়া এক মায়ের। মৃতার নাম মামনি মোহন্ত (২৮)। স্বামী বলরাম দে। বাড়ি গঙ্গারামপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের স্টালিন কলোনি এলাকায়। মামলার তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ। ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। মৃতদেহ পাঠানো হয়েছে বালুরঘাটে ময়নাতদন্তের জন্য। হঠাৎ কী কারণে এই ঘটনা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত রবিবার প্রসব যন্ত্রণা ওঠায় স্ত্রীকে গঙ্গারামপুরের কালদিঘি জীবন জ্যোতি নার্সিংহোমে ভর্তি করেন বলরামবাবু। সেখানেই পুত্রসন্তানের জন্ম দেন মামনি। তবে শুক্রবার আচমকা নার্সিংহোমের ব্যালকনি থেকে নিচে ঝাঁপ দেন তিনি।
তৎক্ষণাৎ গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর থেকেই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতি এবং নিরাপত্তার ঘাটতির অভিযোগ তুলেছেন মৃতার পরিবার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন তোলেননি।