NH-10 Landslide Road Closed 2025: দুর্ভোগ অব্যাহত। আশঙ্কাই সত্যি করে শনিবারও যান চলাচল স্বাভাবিক করা গেল না ১০ নম্বর জাতীয় সড়কে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বাড়ল নিষেধাজ্ঞার সময়সীমা। এনএইচআইডিসিএল জানিয়েছে, আগামী রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নিষেধাজ্ঞার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় এটি খুলে দেওয়ার কথা ছিল। সেই মতো কাজও শুরু হয়েছিল। কিন্তু নতুন করে ধস ও বৃষ্টি চলতে থাকায় রাস্তা খুলে দেওয়া গেল না।
প্রবল বর্ষণের জেরে শিলিগুড়ি-সিকিম সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইলে রাস্তা নিশ্চিহ্ন হয়ে যায়। সেলফিদারা, বিরিকদারা সহ পাহাড়ের একাধিক জায়গায় ধস নামে। ফলে গত ১২ অগাস্ট এনএইচআইডিসিএল জাতীয় সড়কে ১৫ অগাস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু আজ যে রাস্তাটি খুলবে না, তা স্পষ্ট হয়ে যায় বুধবারই। তাতে সিলমোহর পড়লো শুক্রবার। অর্থাৎ ভোগান্তি চলবে আরও অন্তত দুদিন।
এর আগে প্রথম দফায় গত সপ্তাহে বৃহস্পতিবার ৪ দিন পর খুলেছিল শিলিগুড়ি-সিকিম ১০ নম্বর জাতীয় সড়ক। কিন্তু ফের নতুন করে ধস নেমে বন্ধ হয়ে যায় ওই রাস্তা। ফলে সিকিমে যাওয়ার বন্দোবস্ত ফের তথৈবচ। বলা হচ্ছে পরিস্থিতি আগের তুলনায় আরও ভয়াবহ। গত ২৪ ঘণ্টায় পাহাড়ে ভারী বর্ষণ না হলেও বৃষ্টি হয়েছে।
শিলিগুড়ি-সিকিম সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়ক স্থায়ী মাথাব্যথায় পরিণত হয়েছে। এই রাস্তায় ছোটখাট ধস আগেও পড়ত তবে গত কয়েক বছরে এটা যেন রীতিমতো আতঙ্কের দ্বিতীয় নাম হয়ে উঠেছে। এই রাস্তা দিয়ে বিশেষ করে বর্ষার সময় যাতায়াত মানে কখন কী হয় তা অনিশ্চিত।
দিন কয়েক আগে সেবক ও কালিঝোরার মাঝে জাতীয় সড়কে বোল্ডার পড়ে পুরো রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছিল। একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রশাসন যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়। পরদিন বোল্ডার সহ ধস সরিয়ে পুনরায় যানবাহনের অনুমতি দেওয়া হয়েছিল। এবার ধস নেমেছে বিরিকদাড়ায়। এখানে অবশ্য আগেও অনেকবার ধস নেমেছে। এর আগে সিকিমে টানা বৃষ্টি ও ধসের জেরে বিপদে সেখানে বেড়াতে যাওয়া পর্যটকরা। ধসের জেরে বিপর্যস্ত হয়েছিল উত্তর সিকিমের একাধিক এলাকা। কোথাও রাস্তা ভেঙে পড়েছে, কোথাও পাহাড়ে ধস নেমেছে। তার জেরে সেখান থেকে সড়কপথ ধরে বাইরে আসতে পারছেন না পর্যটকরা। তাঁদের উদ্ধারকার্য শুরু করতে নামতে হয় সেনাবাহিনীকে।