3 Dead Body Found Bagdogra: বাগডোগরায় একই দিনে ৩ জন ভবঘুরের মৃতদেহ ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে

3 Dead Body Found Bagdogra: স্থানীয় বাসিন্দারাি দেহগুলি পরে থাকতে দেখেন। তারাই খবর দেন পুলিশে। পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যান উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে

Advertisement
বাগডোগরায় একই দিনে ৩ জন ভবঘুরের মৃতদেহ ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছেবাগডোগরায় একই দিনে ৩ জন ভবঘুরের মৃতদেহ ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে,

3 Dead Body Found Bagdogra: শনিবার সকালে শিলিগুড়ির বাগডোগরা (Bagdogra) এলাকায় একসঙ্গে ৩ জন ভবঘুরের মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বাঁধছে। দুর্ঘটনা ছাড়া একসঙ্গে ৩ জনের মৃত্যুর ঘটনা এর আগে কবে ঘটেছে তাও কেউ মনে করতে পারছে না। বাগডোগরা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। মৃতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। তবে তিনজনের দেহ এক জায়গায় পাওয়া যায়নি। আলাদা আলাদা জায়গায় তাঁদের দেহ মিলেছে। সে কারণে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। পুলিশ রাস্তার বিভিন্ন জায়গায় লাগানো সিসিটিভি ফুটেজ চেক করবে।

বাগডোগরা থানার পুলিশের (Police) পক্ষ থেকে জানা গিয়েছে, বাগডোগরার গোঁসাইপুরে এশিয়ান হাইওয়ে টু সড়কের ডিভাইডারের নালার মধ্যে পাওয়া যায় এক মহিলার দেহ। বয়স আনুমানিক ৪০। বাগডোগরার মসজিদ পাড়ায় পাওয়া যায় একজন পুরুষের দেহ। তার বয়স আনুমানিক ৫০। এছাড়া গঙ্গারাম চা বাগানে পাওয়া যায় আরও একটি দেহ।

স্থানীয় বাসিন্দারাি দেহগুলি পরে থাকতে দেখেন। তারাই খবর দেন পুলিশে। পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যান উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College Hospital)। এদিকে, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদের তিনজনকেই বিগত বেশকিছু দিন থেকেই এই এলাকায় দেখা গিয়েছিল। তবে কীভাবে ৩ জনের মৃত্যু হল তা নিয়ে ধন্দে রয়েছেন তারাও। দেহগুলি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে।

 

POST A COMMENT
Advertisement