Udayan Guha: বিজেপিকে আক্রমণ করে ফের বিতর্কিত মন্তব্য মন্ত্রী উদয়ন গুহর

শনিবার কোচবিহারের বামনহাটের সাবেক ছিট এলাকা  পোয়ারতুরকুঠিতে এক স্বাস্থ্য পরীক্ষার শিবির শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,“যে গ্রামে বিজেপি শাসিত রাজ্যে আমাদের মানুষের উপর আক্রমণ হবে, সেই গ্রামে আমরা হুলিয়া জারি করব।

Advertisement
বিজেপিকে আক্রমণ করে ফের বিতর্কিত মন্তব্য মন্ত্রী উদয়ন গুহরফের বিতর্কিত উদয়ন গুহ

পরিযায়ী শ্রমিকদের উপর ভিন রাজ্যে ‘বিজেপি পরিচালিত অত্যাচারের’ প্রতিবাদে ফের একবার বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। শনিবার কোচবিহারের বামনহাটের সাবেক ছিট এলাকা  পোয়ারতুরকুঠিতে এক স্বাস্থ্য পরীক্ষার শিবির শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,“যে গ্রামে বিজেপি শাসিত রাজ্যে আমাদের মানুষের উপর আক্রমণ হবে, সেই গ্রামে আমরা হুলিয়া জারি করব। বিজেপিকে সেখানে ঢুকতে দেব না।” এখানেই থেমে থাকেননি উদয়ন। তাঁর সংযোজন, “পোয়াতুরকুঠি এলাকার কেউ যদি দিল্লিতে আক্রান্ত হন, তাহলে এখানেই ১৪৪ ধারা জারি হয়ে যাবে।কিন্তু সেটা বিজেপির বিরুদ্ধে!”

ফের ‘হুমকির রাজনীতি’র অভিযোগ
তাঁর এই বক্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বিজেপি এই মন্তব্যকে 'প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার এবং 'ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা' বলে অভিযোগ তুলেছে। বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, “উনি তো সবসময় হুলিয়া জারি করেন, ওটাই তাঁর কাজ! কোথায় হেনস্থা হচ্ছে সেটা একবার দেখান আগে। শুধু মানুষের মধ্যে ভয় ছড়ানোই এদের রাজনীতি। মানুষ সব বুঝে গিয়েছে।”

তৃণমূলের পাল্টা সাফাই
তবে উদয়ন গুহর মন্তব্যের পিছনে তৃণমূলের দীর্ঘদিনের অভিযোগ বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপরে নির্যাতন চলছে। এর আগেও বিহার, গুজরাট ও উত্তরপ্রদেশে বাংলার শ্রমিকদের মারধরের অভিযোগ সামনে এনে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। দলের অন্য নেতারাও পথে নেমেছেন এই ইস্যুতে।

"তৃণমূল শিবির বলছে,  আমাদের মানুষের উপর অন্য রাজ্যে হামলা হলে আমরা নিশ্চুপ থাকব না।" তবে প্রশাসনিক পদে থেকেও ‘হুলিয়া জারি’র হুমকি কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

রাজনৈতিক পর্যবেক্ষণ
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পঞ্চায়েত ভোটে জেতার পর উত্তরবঙ্গের তৃণমূল নেতৃত্ব আরও আক্রমণাত্মক মেজাজে রয়েছে। উদয়ন গুহ বহুবার স্থানীয় স্তরে বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়েছেন। তবে এবার তাঁর বক্তব্যের ভাষা ও সুর নিয়ে বিতর্ক জোরালো।

রাজনৈতিক সৌজন্যের শিষ্টাচার ছেড়ে ‘প্রশাসনের হাতিয়ার’ তুলে রাজনৈতিক প্রতিপক্ষকে চাপ দেওয়ার চেষ্টা কতটা গণতান্ত্রিক, সে প্রশ্নও উঠছে। বিশেষত একজন মন্ত্রীর মুখে প্রকাশ্যে ‘১৪৪ ধারা’ জারির হুমকি, তা কেন্দ্র ও রাজ্যের রাজনৈতিক সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি করতে পারে বলেই মত বিশেষজ্ঞদের।

Advertisement

 

POST A COMMENT
Advertisement