NBSTC Puja Tour Package Cancel: মাথায় হাত পর্যটকদের, পুজোর মুখে বন্ধ NBSTC-র 'সবুজের পথে হাতছানি'

NBSTC Puja Tour Package Cancel: এনবিএসটিসির চেয়ারম্যান জানিয়েছেন, সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখে তাঁরা পুজো পরিক্রমা, সবুজের পথে হাতছানি যেমন করছেন, তেমনই পরিষেবার উন্নয়নে নতুন বাস রাস্তায় নামাচ্ছেন।

Advertisement
মাথায় হাত পর্যটকদের, পুজোর মুখে বন্ধ NBSTC-র 'সবুজের পথে হাতছানি'মাথায় হাত পর্যটকদের, পুজোর মুখে বন্ধ NBSTC-র 'সবুজের পথে হাতছানি'

NBSTC Puja Tour Package Cancel: প্রতি বছরের মতো এবার আর পুজোর সময় পর্যটকদের উত্তরবঙ্গ ও ডুয়ার্সের বিশেষ প্যাকেজ ট্যুর সবুজের পথে হাতছানি প্যাকেজ ট্যুরের সুযোগ পাবেন না পর্যটকরা। ভ্রমণপিপাসুদের জন্য এনবিএসটিসি ২ বছর আগে বছর চালু করেছিল ‘সবুজের পথে হাতছানি’। এ বছর আর ওই পরিষেবা দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে এনবিএসটিসি।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC) অবশেষে পুজোর আগে ‘সবুজের পথে হাতছানি’ প্রকল্প চালু করে। আগে নিজেরা চালালেও গত বছর তা যৌথভাবে একটি এজেন্সির সঙ্গে তারা প্রকল্প চালিয়েছিল। এনবিএসটিসির জনপ্রিয় প্রকল্প এই ‘সবুজের পথে হাতছানি’। প্রতি বছর পুজোর এক মাস আগে থেকে এই প্রকল্প চালু করা হয়। বাসে করে উত্তরবঙ্গের পাহাড়, বনাঞ্চল ঘোরানো হয় দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকদের। এনবিএসটিসির ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপ্লাই সংবাদমাধ্যমকে জানান, সবুজের পথে হাতছানি আগে আমরা পরিচালনা করতাম। পরবর্তীতে কর্মী কম থাকায় এজেন্সির হাতে দেওয়া হয়। তাতে গত বছর ৪ লাখ টাকার মতো আয় হয়েছিল

মূলত কর্মী সঙ্কটের কারণে আপাতত বন্ধ রাখা হচ্ছে এই বিশেষ পরিষেবা। কোনও এজেন্সিকে দিয়েও তারা প্যাকেজ চালানোর ইচ্ছে নেই বলে জানিয়েছেন এনবিএসটিসি কর্তৃপক্ষ। লাভা, লোলেগাঁও থেকে দার্জিলিং, কালিম্পং, সব পর্যটনস্থলেই পুজো থেকে গোটা শীতকাল জুড়ে চলে এই প্যাকেজ। কিন্তু কর্মীসঙ্কটে ধুঁকতে থাকা নিগম এ বার উৎসবের মরশুমে কতটা পরিষেবা দিতে পারবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সবচেয়ে বড় বিষয় ‘সবুজের পথে হাতছানি’ পরিষেবা এ বার আর দিতে পারবে না তারা।

কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং শিলিগুড়ির মতো শহর থেকে ২০০৮ সালে এনবিএসটিসি ‘সবুজের পথে হাতছানি’ পরিষেবাটি চালু করে। এই পরিষেবায় উত্তরবঙ্গের পাহাড়, পর্যটনস্থল শুধু ঘোরানো নয়, রাত্রিযাপন থেকে শুরু করে খাবারের ব্যবস্থাও থাকত এই প্যাকেজে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের উপস্থিতিটা অনেকটাই কমে যাচ্ছে। অনেকটা প্রাইভেট ট্যুর অপারেটারদের মতো হয়ে যাচ্ছে। নিজেদের বাস চালানোর মতো পরিকাঠামো এই মুহূর্তে নেই। তাই ‘সবুজের কথা হাতছানি’ এ বার করা যাচ্ছে না।

Advertisement

 

POST A COMMENT
Advertisement