NH 10 Maintenance Committee Meeting: জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেড (NHIDCL)-এর ঊর্ধ্বতন কেন্দ্রীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন বিজেপির জাতীয় মুখপাত্র তথা দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা।শিলিগুড়ি-সিকিমগামী জাতীয় সড়কের ভাঙন-ধস ও তা প্রতিরোধমূলক রাস্তা কীভাবে তৈরি করা যায়, তা নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা হয়। NH-10 এর বিস্তারিত জরিপ এবং সমস্যাগুলি সমাধানের উপায় নির্ধারণের জন্য এলাকা পরিদর্শন করেন। তারা NH-717A পরিদর্শন করেন এবং যে নির্মাণকাজ চলছে সেগুলি খতিয়ে দেখে সমস্যাগুলি পর্যালোচনা করে স্থায়ী সমাধান খুঁজবেন।
দার্জিলিংয়ের সাংসদ জানান, ২০ অগাস্ট তিনি সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গডকরির কাছে জাতীয় মহাসড়ক 10 (NH-10) এর মাঠ পরিদর্শন করে সমাধানের দাবি জানান। তারপরই এই বিশেষ দল পাঠানো হয়।
এদিনের বৈঠকে, স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সমাধানের উপর জোর দেওয়া হয়েছে। স্বল্পমেয়াদী সমাধানের মধ্যে রয়েছে ক্ষয় নিয়ন্ত্রণ ব্যবস্থা, ভূমিধস প্রবণ অঞ্চলগুলির স্থিতিশীলকরণ, ভায়াডাক্ট (উন্নত মহাসড়ক), কিছু অংশে NH10 সম্প্রসারণ এবং কিছু জায়গায় টানেল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদে, পিএমসি একাধিক পদক্ষেপের পরামর্শ দিয়েছে, যার মধ্যে রয়েছে এনএইচ-১০-এর নতুন করে তৈরি, ভূমিধসের সমস্যা কাটিয়ে ওঠার জন্য টানেল নির্মাণ।
পরিকল্পনা এবং টেন্ডার প্রক্রিয়া বর্ষা মরশুমেই সম্পন্ন করার জন্য সাংসদ দ্রুত সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ করেন। বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে কাজ শুরু করা এবং পরবর্তী বর্ষা মরশুমের আগে মার্চ মাসের মধ্যে গুরুত্বপূর্ণ এলাকায় কাজ শেষ করা নিশ্চিত করার জন্য এটি প্রয়োজনীয়। রাজুবাবু বলেন, 'এই বছর আমরা যে দীর্ঘ রাস্তা বন্ধ এবং যান চলাচলে বিঘ্নের সম্মুখীন হয়েছি তা যেকোনো মূল্যে এড়ানো উচিত। আমাদের অঞ্চলের মানুষের যে অসুবিধা হয়েছে তা অগ্রহণযোগ্য এবং এই ধরণের পরিস্থিতির পুনরাবৃত্তি এড়াতে NHIDCL-কে অবশ্যই সক্রিয় পদক্ষেপ নিতে হবে।"
সাম্প্রতিক বছরগুলিতে সিকিম প্রাকৃতিক বিপর্যয়ের মারে বিপর্যস্ত। ২০২৩ সালের অক্টোবর মাসে সিকিমের হ্রদ ভেঙে যে বিপর্যয় শুরু হয়, তা থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি বাংলার মাথা ঘেঁষে থাকা এই শৈল রাজ্য। তার উপর ২০২৪ এবং ২০২৫ এও নিয়মিত বিপর্যয় ঘটেই চলেছে। এর মধ্যে শিলিগুড়ি লাগোয়া সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত ট্রেন লাইন তৈরির কাজ চলছে। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ ফেজ দিয়ে যাচ্ছে সিকিম।
এর আগে একটি সংসদীয় স্থায়ী কমিটির নেতৃত্বে সংসদ সদস্য (রাজ্যসভা) তথা জনতা দল (ইউ) এর জাতীয় কার্যকরী সভাপতি তথা কমিটির চেয়ারম্যান শ্রী সঞ্জয় কুমার ঝা-এর নেতৃত্বে, ২৮ জুন সিকিমে পাঁচ দিনের সফরে আসেন।
সিকিমে অবস্থানকালে, কমিটি পর্যটন ও অসামরিক বিমান পরিবহণ বিভাগ, সড়ক ও সেতু বিভাগ এবং সাংস্কৃতিক বিষয়ক ও ঐতিহ্য বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এই সফরে সিকিমের পর্যটন তাঁদের সিকিমের কাঠামো, জাতীয় মহাসড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত রিপোর্টও খতিয়ে দেখা হচ্ছে।