গোপনে ভারত ছেড়ে পালানোর সময় বসিরহাট সীমান্তে ৪৮ বাংলাদেশিকে ধরল BSFBangladeshi Infiltrators Arrested: ভোটার তালিকার বিশেষ পুনর্বিবেচনা (Special Intensive Revision) শুরু হতেই ফের নড়েচড়ে বসেছে অনুপ্রবেশকারীদের চক্র। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বসিরহাট সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পালাতে চাওয়ার সময় কমপক্ষে ৪৮ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল বিএসএফ।
রবিবার বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এদিন ৩৩ জন বাংলাদেশিকে সীমান্তের বিভিন্ন অংশ থেকে আটক করে স্বরূপনগর থানার হাতে তুলে দেওয়া হয়েছে। তার আগের রাতেই ১৫ জনকে একই পথে পালাতে চাওয়ার সময় ধরা হয়। গত তিন দিনে মোট ৮৯ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে একই সীমান্ত থেকে আটক করেছে বিএসএফ।
বিএসএফ কর্তাদের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ ও ভারতের বিভিন্ন রাজ্যে গৃহকর্মী ও শ্রমিক হিসেবে কাজ করছিলেন। কিন্তু ভোটার তালিকা পুনর্বিবেচনার কাজ শুরু হওয়ায় তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁদের ধারণা ছিল, নাম যাচাইয়ের সময় পরিচয় ফাঁস হয়ে গেলে গ্রেফতার বা দেশে ফেরত পাঠানো হতে পারে। সেই ভয়ে তাঁরা তড়িঘড়ি বাংলাদেশে পালাতে চেয়েছিলেন।
বিএসএফের এক আধিকারিক জানিয়েছেন, বুথ লেভেল অফিসাররা (BLO) যখন ভোটার যাচাইয়ের জন্য ঘরে ঘরে যাচ্ছেন, তখনই এই আতঙ্ক ছড়িয়েছে। বহু বাংলাদেশি শ্রমিক বুঝতে পেরেছেন যে তাঁদের অবস্থান ধরা পড়ে যেতে পারে। তাই রাতের অন্ধকারে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছিলেন তাঁরা।
বিএসএফ জানায়, বর্তমানে সীমান্তে নজরদারি আরও কড়া করা হয়েছে। বিশেষ করে বসিরহাট, বাগদা ও গাইঘাটা সেক্টরে টহলদারি জোরদার করা হয়েছে যাতে কোনও অনুপ্রবেশকারী পালাতে বা ঢুকতে না পারে। অন্যদিকে, স্থানীয় পুলিশ জানিয়েছে, ধৃতদের প্রত্যেকের পরিচয় যাচাই চলছে। তাঁদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু করা হবে।