North Bengal Rain: সোমবারও উত্তরবঙ্গের আট জেলায় ব্যাপক বৃষ্টির পূর্বাভাস, কবে থামবে? বড় আপডেট

প্রবল ঝড়ে বিপর্যস্ত উত্তরবঙ্গ। শনিবার থেকে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে। প্রাণ হারিয়েছেন একাধিক জন। প্রশাসনের তরফে জারি করা হয়েছে সতর্কতা। তবে এখনই সেখানে বৃষ্টি কমবে না।

Advertisement
সোমবারও উত্তরবঙ্গের আট জেলায় ব্যাপক বৃষ্টির পূর্বাভাস, কবে থামবে? বড় আপডেট north bengal rain
হাইলাইটস
  • উত্তরবঙ্গের অবস্থা ভয়াবহ
  • এক টানা বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিংসহ একাধিক জেলা

প্রবল ঝড়ে বিপর্যস্ত উত্তরবঙ্গ। শনিবার থেকে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে। প্রাণ হারিয়েছেন একাধিক জন। প্রশাসনের তরফে জারি করা হয়েছে সতর্কতা। তবে এখনই সেখানে বৃষ্টি কমবে না। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। সোমবারও বৃষ্টি চলবে উত্তরবঙ্গের আট জেলায়। 

হাওয়া অফিসের পূর্বাভাস, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা ও আলিপুরদুয়ারে সোমবারও লাগাতার বৃষ্টি হবে। কোনও জেলায় হলুদ আবার কোথাও কোথাও লাল সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ কোথাও হাল্কা থেকে মাঝারি আবার কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

কোথায় কখন বৃষ্টি? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার বিকেল পাঁচটা থেকে সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত দার্জিলিংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। সেজন্য রবি ও সোম যথাক্রমে কমলা ও হলুদ সতর্কতা জারি রয়েছে। 

জলপাইগুড়িতেও রবিবার বিকেল পাঁচটা থেকে সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। আজ ও কাল সেখানে কমলা ও হলুদ সতর্কতা থাকবে। 

দার্জিলিং ও জলপাইগুড়ির মতো কালিম্পংয়েও বৃষ্টি জারি থাকবে সোমবার। সেখানেও কমলা ও হলুদ সতর্কতা রয়েছে। 

সবথেকে বেশি বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারে। রবিবার রাতভর সেই জেলার একাধিক অংশে প্রবল বর্ষণের সম্ভাবনা থাকছে। তবে সোমবার সকাল সাড়ে আটটার পর থেকে বৃষ্টি কিছুটা কমবে। তবে জারি থাকবে হলুদ সতর্কতা। 

একই পূর্বাভাস দেওয়া রয়েছে কোচবিহারের জন্যও। সেখানেও সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত হলুদ সতর্কতা থাকছে। রবিবার রাতভর লাগাতার বৃষ্টির পূর্বাভাস।

এছাড়াও উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদার জন্য হলুদ সতর্কতা থাকছে রবিবার বিকেল থেকে সোমবার দিনভর। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গের ওই জেলাগুলোতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। সঙ্গে বজ্রপাতসহ বৃষ্টি। তবে মঙ্গলবার থেকে বৃষ্টি কমতে পারে। সেদিন কেবলমাত্র দুই দিনাজপুরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

Advertisement

ইতিমধ্যে ভারী বৃষ্টির কারণে বিপর্যস্ত উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং। রাস্তায় রাস্তায় নেমেছে ধস। কোচবিহার ও সমতলের একাধিক জায়গাতেও নদীর জল হু হু করে ঢুকছে। জলের তলায় একাধিক এলাকা।  তিস্তা, তোর্সা, মহানন্দা, জলঢাকাসহ উত্তরবঙ্গের নদীগুলির বিপদসীমার উপর দিয়ে বইছে। শিলিগুড়ি শহরে জল ঢুকছে। কোনও কোনও ওয়ার্ড জলমগ্ন। সেজন্য রবি ও সোমবার সাধারণ মানুষকে বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছে প্রশাসন। 

POST A COMMENT
Advertisement