ভারী বৃষ্টি ও ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ। দুর্যোগের জেরে দার্জিলিঙের সব পর্যটনকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। টাইগার হিল, রক গার্ডেন-সহ সব পর্যটনস্থল বন্ধ করেছে প্রশাসন। মিরিকের সৌরেনি এলাকায় ধসে মৃত্যুও খবরও পাওয়া গেছে। আরও ভারী বৃষ্টিরও আশঙ্কা থাকায় পর্যটকদের হোটেলে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। সিকিম এবং কালিম্পঙের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আটকে পড়েছেন পর্যটকেরা। উদ্ধারকাজ চলছে। হাওয়া অফিস বলছে, আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে রবিবার আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুলির কিছু অংশ বজ্রবিদ্যুৎ-সহ তীব্র বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। জারি করা হয়েছে রেড অ্যালার্ট।
উত্তরবঙ্গে লাল সতর্কতা কতদিন?
দার্জিলিঙে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছিল। সেই মতো শনিবার রাত থেকে বৃষ্টি শুরু হয়। সকাল পর্যন্ত টানা বর্ষণে বিপর্যয় ঘটে গিয়েছে। তিস্তার জল বেড়ে উঠে এসেছে জাতীয় সড়কে। তিস্তাবাজারের কাছে ২৯ মাইল ভালুখোলায় তিস্তার জল উঠে বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। এ ছাড়া, রাতে মিরিক এবং দুধিয়ার মাঝের লোহার সেতুর একাংশ বৃষ্টিতে ভেঙে গিয়েছে। তার ফলে শিলিগুড়ি থেকে মিরিকের যোগাযোগ বন্ধ। এমনকি, দার্জিলিং শহরের সঙ্গেও যোগাযোগ বিঘ্নিত হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে, ৭ তারিখ পর্যন্ত বৃষ্টি থাকবে। বেশ কিছু জেলায় লাল সতর্কতা পর্যন্ত জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কোচবিহার, দুই দিনাজপুর, মালদাতেও চলতে পারে ভারী বৃষ্টি। সোমবার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। বৃষ্টি হবে ৬ তারিখও। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ৭ তারিখ থেকে উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন হবে।
কোন জেলায় কী পরিস্থিতি?
প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ায় দুর্যোগ বেশি হবে আলিপুরদুয়ার জেলাতে। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে এই জেলাতে। অতি ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব জেলাতেই। সোমবারেও ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ারে। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ উত্তরবঙ্গের পাঁচ জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার— এই পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে আলিপুরদুয়ারে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে জারি করা হয়েছে লাল সতর্কতা। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ দিনাজপুর ও মালদহে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সিকিম, উত্তরবঙ্গ, অসম এবং মেঘালয়ে প্রবল বৃষ্টির কারণে দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। নদীর জলস্থল বাড়বে এবং কিছু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা।
দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস
শনিবার রাত থেকেই তুমুল বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। রবির সকালেও আকাশ থমথমে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, একটি নিম্নচাপের মূল অংশ অবস্থান করছে উত্তরবঙ্গে। শেষ অংশ মধ্য বঙ্গ হয়ে দক্ষিণে অবস্থান করছে। আর সেই জন্য রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় দিনভর বিক্ষিপ্ত ভাবে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের কোনও কোনও সময়ে দু’এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে। দক্ষিণবঙ্গেও আজ, রবিবার মূলত মেঘলা আকাশ ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গ লাগোয়া নদিয়া ও মুর্শিদাবাদে। বাকি সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আজ, রবিবার সারাদিনে কয়েক পশলা হতে পারে। তবে অন্য জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সোমবার থেকেই বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। শুধুমাত্র স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। একটানা বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা বা দক্ষিণবঙ্গে। ৭ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে।