North Bengal Winter Update: মোটামুটি শীত পড়তে শুরু করেছে উত্তরবঙ্গে। ইতিমধ্য়েই তুষারপাত হয়েছে দার্জিলিংয়ে উঁচু এলাকায়। দুপুরে রোদের তাপ থাকলেও, সন্ধ্যা হলেই ঠান্ডা জাঁকিয়ে নামছে। যা পরদিন সকাল পর্যন্ত থাকছে। কিন্তু এরই মধ্যে ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। যার জেরে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কয়েকটি জেলায়। এমনকী কিছুটা বাড়তে পারে তাপমাত্রাও। তবে কি শীত ফের আকে পড়বে?
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। রবিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর থেকে ফের শুষ্কই থাকবে দক্ষিণের জেলাগুলির আবহাওয়া।অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal) সব জেলাগুলিতেও বৃহস্পতিবার শুষ্ক থাকবে আবহাওয়া। আগামী কয়েকদিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গে ঠান্ডার আমেজ তুলনায় বেশি থাকবে। সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে। জলপাইগুড়ি ও মালদা জেলাতেও কুয়াশার সম্ভাবনা রয়েছে। আপাতত ঘন কুয়াশার পূর্বাভাস নেই কোনও জেলায়।
বৃষ্টির সঙ্গে ঘন কুয়াশা উত্তরবঙ্গ জুড়ে শীতের আমেজ। শীতের মুখে শৈলশহরে বৃষ্টির পূর্বাভাস থাকলেও সমতলজুড়ে আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যে পারদ নামতে শুরু করেছে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতেই। ঘন কুয়াশার চাদরে মুড়েছে সব।
দার্জিলিং, জলপাইগুড়ি এই দুই জেলাতেই ঠান্ডা ঘন কুয়াশার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং কালিম্পং আলিপুরদুয়ার,এবং কোচবিহার এই তিন জেলাতেই ফুরফুরে ঠান্ডা হাওয়ায় জাঁকিয়ে শীতের আমেজ। বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে জমজমাটি শীত সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির পরে পারদ আরো কমবে। চলতি সপ্তাহে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গায় শুষ্ক আবহাওয়া। আপাতত তাপমাত্রার কোন হেরফের হবে না। ধীরে ধীরে শীত আরো বাড়বে। ইতিমধ্যেই ঘন কুয়াশার চাদরে মুড়েছে পাহাড় থেকে সমতল।
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে পারদ আরো কমবে। উত্তরের পার্বত্য এলাকাগুলিতে হালকা থেকে মাঝিরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি কোনো জেলাতেই বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই ।পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও কমবে পারদ।হাড় কাঁপানো ঠান্ডায় কাপবে উত্তরবঙ্গ। ইতিমধ্যেই তুষারপাত শুরু হয়েছে দার্জিলিং এবং সিকিমে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই উত্তরের পার্বত্য এলাকাগুলিতে ইতিমধ্যেই শীতের আমেজ।উত্তরবঙ্গ জুড়ে জাঁকিয়ে শীত পড়তে আর বেশি দেরি নেই। একদিকে বৃষ্টি অন্যদিকে ঘন কুয়াশা সব মিলিয়ে জমজমাটি শীতের আমেজ গোটা উত্তরবঙ্গ জুড়ে।ইতিমধ্যেই শীতের আমেজে মেতে উঠেছে পাহাড় থেকে সমতল।