Old Malda Multiple Death Case: ওল্ড মালদায় মা ও দুই শিশুর রহস্য মৃত্যু, সপ্তমীতেই বিষাদের ছায়া

Old Malda Multiple Death Case: এই ঘটনায় ইতিমধ্যেই রূপালির স্বামী অসিত হালদারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। কারণ ঘটনার সময় তিনি পাশের ঘরেই ছিলেন। তবুও এমন মর্মান্তিক ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

Advertisement
ওল্ড মালদায় মা ও দুই শিশুর রহস্য মৃত্যু, সপ্তমীতেই বিষাদের ছায়াওল্ড মালদায় মা ও দুই শিশুর রহস্য মৃত্যু, সপ্তমীতেই বিষাদের ছায়া

Old Malda Multiple Death Case: সপ্তমীর সকালেই বিষাদের ছায়া নামল মালদায়। ওল্ড মালদা শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাচামারি হালদারপাড়ায় সোমবার সকালে এক বাড়ি থেকে উদ্ধার হল একই পরিবারের তিনজনের মৃতদেহ। মৃতদের মধ্যে রয়েছেন রূপালি হালদার (২৭) এবং তাঁর দুই সন্তান, ছয় বছরের ছেলে অয়ন ও ছয় মাসের মেয়ে রিমি।

পুলিশ জানায়, এদিন সকালে শোবার ঘর থেকেই ওই তিনজনের দেহ উদ্ধার হয়। ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে সব দিক খতিয়ে দেখছে তদন্তকারীরা।

এই ঘটনায় ইতিমধ্যেই রূপালির স্বামী অসিত হালদারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। কারণ ঘটনার সময় তিনি পাশের ঘরেই ছিলেন। তবুও এমন মর্মান্তিক ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

স্থানীয় কাউন্সিলার শ্যাম মণ্ডল জানান, “ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। সপ্তমীর সকালে গোটা এলাকাই শোকে স্তব্ধ। একই পরিবারের তিনজনের এমন পরিণতি কল্পনাও করা যায় না।”

প্রতিবেশীদের একাংশের ধারণা, হয়তো রূপালীই দুই সন্তানকে খুন করে আত্মঘাতী হয়েছেন। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে এবং অসিত হালদারকে জিজ্ঞাসাবাদ করে তবেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এছাড়া, পুলিশ এলাকা ও বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে। আদৌ এটি আত্মহত্যা, নাকি এর নেপথ্যে আছে অন্য কোনও রহস্য, উত্তর দেবে তদন্ত। 

 

 

POST A COMMENT
Advertisement