Siliguri Accident: মহাকুম্ভে যাওয়ার পথে শিলিগুড়িতে ট্রাক-পিকআপ সংঘর্ষ, মৃত ১ জখম ১৩

Siliguri Accident: স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন সকালে পুণ্যার্থীবোঝাই একটি অসম নম্বরের পিকআপ ভ্যান শিলিগুড়ির দিক থেকে খড়িবাড়ি পানিট্যাংকির দিকে যাচ্ছিল। তাঁরা সকলেই কুম্ভমেলায় যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। অন্যদিকে একটি  ট্রাক সামনে থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। পথে সাতভাইয়া এলাকায় ট্রাকটির সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি ধাক্কা লাগে। পিক আপ ভ্যানটি ছিটকে পড়ে রাস্তা থেকে পাশে।

Advertisement
মহাকুম্ভে যাওয়ার পথে শিলিগুড়িতে ট্রাক-পিকআপ সংঘর্ষ, মৃত ১ জখম ১৩মহাকুম্ভে যাওয়ার পথে শিলিগুড়িতে ট্রাক-পিকআপ সংঘর্ষ, মৃত ১ জখম ১৩

Siliguri Accident: মহাকুম্ভে যাওয়ার পথে শিলিগুড়িতে ট্রাক-পিকআপ সংঘর্ষ, মৃত ১ জখম ১৩মহাকুম্ভের  (Maha Kumbh 2025) শেষ পুণ্য়স্নান করতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা শিলিগুড়ি লাগোয়া এলাকায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। আহত কমপক্ষে ১৩ জন। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে শিলিগুড়ির নকশালবাড়ি এলাকায় এশিয়ান হাইওয়ে ২-এর সাতভাইয়াতে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন সকালে পুণ্যার্থীবোঝাই একটি অসম নম্বরের পিকআপ ভ্যান শিলিগুড়ির দিক থেকে খড়িবাড়ি পানিট্যাংকির দিকে যাচ্ছিল। তাঁরা সকলেই কুম্ভমেলায় যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। অন্যদিকে একটি  ট্রাক সামনে থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। পথে সাতভাইয়া এলাকায় ট্রাকটির সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি ধাক্কা লাগে। পিক আপ ভ্যানটি ছিটকে পড়ে রাস্তা থেকে পাশে।

ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তির। তাঁর নিরঞ্জন সরকার বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ। আহতদের নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে (NBMCH) রেফার করা হয়েছে।

দুর্ঘটনায় দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর সাময়িক সময়ের জন্য এলাকায় যানজটের সৃষ্টি হলেও পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে।

 

POST A COMMENT
Advertisement