Nagrakata Tea Worker Accident Death: মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ চা-শ্রমিক।যাত্রীবোঝাই পিকআপ ভ্যান ভ্যানটিতে শ্রমিকরা চা বাগানে কাজে যাচ্ছিলেন। সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ৩ জন ঘটনাস্থলেই প্রাণ হারান বলে জানা গিয়েছে। জখম হয়েছে সব মিলিয়ে প্রায় ৩০ জন। হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ গিয়ে ভ্যানটিকে আটক করেছে। সেই সঙ্গে জখমদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নাগরাকাটার বিএমওএইচ ডা: মোল্লা ইরফান হোসেন বলেন, 'বেশ কয়েকজনের মাথায় আঘাত রয়েছে। যে কারণে কোনও বিলম্ব না করে প্রাথমিক চিকিৎসার পর রেফার করা হয়েছে।’ এই ঘটনাকে ঘিরে চরম শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।
সোমবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটার (Nagrakata) গাতিয়া চা বাগানের আপার ডিভিশনে (Gatia Tea Garden)। জানা গিয়েছে, মৃত ও আহতরা সবাই স্থানীয় খেরকাটা গ্রাম ও খয়েরবাড়ি এলাকার বাসিন্দা। অন্যদিনের মতো এদিনও পিকআপ ভ্যানে চেপে গাঠিয়া চা বাগানে পাতা তোলার কাজ করতে যাচ্ছিলেন। কিন্তু আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উলটে পড়ে যায়। এরপরই স্থানীয়রা সকলকে উদ্ধার করে চা বাগানের নিজস্ব হাসপাতাল ও সুলকাপাড়া গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ৩ জনকে মৃত বলে ঘোষনা করা হয়।
ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ১৫ জনকে মালবাজার সুপারস্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন। চা বাগানের হাসপাতালে আরও কয়েকজন ভর্তি রয়েছেন। সব মিলিয়ে এই ঘটনায় প্রায় ৩০ জন হতাহত হয়েছেন বলে প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের অনুমান। এদিকে, দুর্ঘটনার খবর চাউর হতেই সুলকাপাড়া গ্রামীন হাসপাতালে বহু মানুষ ভিড় জমান। সেখানে যান মালবাজারের এসডিপিও রোশন প্রদীপ দেশমুখ, বিডিও পংকজ কোণার, নাগরাকাটা থানার আইসি কৌশিক কর্মকার সহ আরও অনেকে।