নিউ ইয়ার পার্টি চলাকালীন খুন যুব তৃণমূল নেতা, রায়গঞ্জে চাঞ্চল্য

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ নিজের বাড়ির সামনেই বন্ধুদের সঙ্গে নিউ ইয়ার পার্টিতে মেতে ছিলেন নব্যেন্দু। সেই সময়ই আচমকা কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর প্রাণঘাতী হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন যুব তৃণমূল নেতা।

Advertisement
নিউ ইয়ার পার্টি চলাকালীন খুন যুব তৃণমূল নেতা, রায়গঞ্জে চাঞ্চল্যনিউ ইয়ার পার্টি চলাকালীন খুন যুব তৃণমূল নেতা, রায়গঞ্জে চাঞ্চল্য

নিউ ইয়ার উদ্‌যাপনের মাঝেই বাড়ির সামনে কুপিয়ে খুন করা হল যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি নব্যেন্দু ঘোষ (৩৭)-কে। বুধবার গভীর রাতে রায়গঞ্জ শহরের মোহনবাটি এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ নিজের বাড়ির সামনেই বন্ধুদের সঙ্গে নিউ ইয়ার পার্টিতে মেতে ছিলেন নব্যেন্দু। সেই সময়ই আচমকা কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর প্রাণঘাতী হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন যুব তৃণমূল নেতা। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর থেকেই রহস্য ঘনীভূত হয়েছে। অভিযোগ, যাঁরা নব্যেন্দুকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, তাঁরা সেখান থেকে আচমকাই উধাও হয়ে যান। পরে অবশ্য দু’জনকে আটক করেছে পুলিশ। খুনের নেপথ্যে রাজনৈতিক শত্রুতা, ব্যক্তিগত বিরোধ না অন্য কোনও কারণ, তা এখনও স্পষ্ট নয়। 

খবর পেয়ে রাতেই হাসপাতালে পৌঁছান তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি রন্ত দাস সহ দলের একাধিক নেতা-কর্মী। ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক মহল। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, “পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। দোষীরা কেউ রেহাই পাবে না।” অন্যদিকে জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, নব্যেন্দু ঘোষ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রজীবন থেকেই বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। রাজনীতির ঊর্ধ্বে উঠে এক পরিচিত ও জনপ্রিয় মুখ ছিলেন তিনি। তাঁর অকালমৃত্যুতে গোটা জেলার রাজনৈতিক ও সামাজিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

 

POST A COMMENT
Advertisement