Siliguri Robbery: দিনদুপুরে ছিনতাই। শিলিগুড়ি শহরতলির খড়িবাড়িতে ব্যবসায়ীর মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা ও লটারি টিকিট ছিনতাইয়ের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরেষ এরপর থেকেই এলাকার ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন। তাঁরা এলাকায় পুলিশের টহলদারি বা চৌকি দাবি করেছেন। পাশাপাশি দ্রুত অভিযুক্তকে ধরার দাবিও জানানো হয়েছে।
দিনদুপুরে ভরা বাজারে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লটারির দোকান থেকে টাকা ও টিকিট ছিনতাইয়ের অভিযোগ উঠল! ঘটনায় খড়িবাড়ির থানঝোড়া মোড়ের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে! রবিবার সকাল ১১টা নাগাদ খড়িবাড়ি থানঝোড়া মোড়ের রুপনজোতে এক লটারির টিকিটের দোকানে বাইক নিয়ে এসে এক যুবক দাঁড়িয়ে পেট্রোল পাম্পের ঠিকানা জানতে চায়। এরপরই হঠাৎ বাইক থেকে নেমে টিকিট বিক্রেতার মাথায় পিস্তল ধরে।
ক্যাশ বাক্স থেকে ৭-৮ হাজার টাকা, মোবাইল ও কিছু লটারির টিকিট তুলে নিয়ে চম্পট দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি থানার পুলিশ। লটারি দোকানি ধরমবীর মাহাতো জানান, পেট্রোল পাম্পের ঠিকানা জিজ্ঞেস করতেই ব্যাগ থেকে বন্দুক বের করে হুমকি দিয়ে টাকা নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতী। দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। বাজারের দিনে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে পুলিশের টহলদারি ও সিসিটিভির দাবিও তোলা হয়েছে।