School Student Death: ইসলামপুরে ডাম্পারের ধাক্কায় স্কুল পড়ুয়ায় মৃত্যু, রাস্তা অবরোধ-উত্তেজনা

School Student Death: বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। এ দিকে দুর্ঘটনার পরেই উত্তেজিত জনতা ডাম্পার চালককে ধরে ফেলে। বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। রক্তে ভাসতে থাকে রাস্তা। আশঙ্কাজনক অবস্থায় ডাম্পার চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে ইসলামপুরের পাটাগোড়া ফাঁড়ির পুলিশ।

Advertisement
ইসলামপুরে ডাম্পারের ধাক্কায় স্কুল পড়ুয়ায় মৃত্যু, রাস্তা অবরোধ-উত্তেজনাস্কুল পড়ুয়াকে পিষে দিল ডাম্পার, ঘটস্থলেই মৃত্যু ছাত্রীর ইসলামপুরে উত্তেজনা

School Student Death: এ দিন সকালে তুলিকা সিংহ নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী টিউশন পড়ে বাড়ি ফিরছিল। সেই সময় একটি বেপরোয়া ডাম্পার এসে পিষে দেয় তাকে। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পাশাপাশি জখম লরি চালককে চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুরের ইসলামপুরে।

বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। এ দিকে দুর্ঘটনার পরেই উত্তেজিত জনতা ডাম্পার চালককে ধরে ফেলে। বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। রক্তে ভাসতে থাকে রাস্তা। আশঙ্কাজনক অবস্থায় ডাম্পার চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে ইসলামপুরের পাটাগোড়া ফাঁড়ির পুলিশ।

ইসলামপুর থানার জগতাগাঁওয়ে এ দিন সকালে তুলিকা সিংহ নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী টিউশন পড়ে বাড়ি ফিরছিল। তুলিকার বাবার দাবি, মেয়ে একেবারে রাস্তার ধার ঘেঁষেই যাচ্ছিল। বেপরোয়া ডাম্পার মেয়ের উপরে উঠে পড়ে, পিষে দেয়। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন তিনি। ডাম্পার চালকের কঠিন শাস্তি দাবি করেছেন তিনি ও স্থানীয়রা। পাশাপাশি এলাকা দিয়ে ওই সময় প্রচুর ছাত্রছাত্রী যাতায়াত করে, এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশের কাছে কড়া বন্দোবস্ত চাইছেন তাঁরা।

 

POST A COMMENT
Advertisement