siliguri durgapuja carnival শিলিগুড়ি পুজো কার্নিভালকে ঘিরে সাজ সাজ রব, একগুচ্ছ পরিকল্পনা

এই বৈঠকে মূলত কার্নিভালের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, মঞ্চায়ন, সাংস্কৃতিক পরিবেশনা ও শোভাযাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মেয়র গৌতম দেব জানান, “শিলিগুড়ি একটি সাংস্কৃতিক শহর। দুর্গাপূজা কার্নিভাল কেবলমাত্র উৎসব নয়, এটি উত্তরবঙ্গের সংস্কৃতির পরিচয় তুলে ধরবে।”

Advertisement
শিলিগুড়ি পুজো কার্নিভালকে ঘিরে সাজ সাজ রব, একগুচ্ছ পরিকল্পনাSiliguri Durgapuja Carnival: শিলিগুড়ি পুজো কার্নিভালকে ঘিরে সাজ সাজ রব, একগুচ্ছ পরিকল্পনা

দুর্গাপুজোকে ঘিরে প্রত্যেকবারের ন্যায় এবছরও শিলিগুড়িতে আয়োজন করা হচ্ছে মহাধূমধামপূর্ণ দুর্গাপুজো কার্নিভাল। সেই অনুষ্ঠানকে সুষ্ঠভাবে সম্পন্ন করতেই প্রশাসনের উদ্যোগে শুক্রবার অর্থাৎ আজ এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্ণধাররা।

এই বৈঠকে মূলত কার্নিভালের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, মঞ্চায়ন, সাংস্কৃতিক পরিবেশনা ও শোভাযাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মেয়র গৌতম দেব জানান, “শিলিগুড়ি একটি সাংস্কৃতিক শহর। দুর্গাপূজা কার্নিভাল কেবলমাত্র উৎসব নয়, এটি উত্তরবঙ্গের সংস্কৃতির পরিচয় তুলে ধরবে।”

প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, কার্নিভালে অংশ নেবে এবারও শহরের একাধিক বড় বড় পূজা কমিটি। পাশাপাশি থাকছে নানান সাংস্কৃতিক পরিবেশনা, নৃত্য, গান ও বাদ্যযন্ত্রের বাজনা। অনুষ্ঠানকে কেন্দ্র করে শহরে ব্যাপক সংখ্যক দর্শনার্থীর সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে।

যানবাহনের বিকল্প রুট নির্ধারণ করা হবে, যাতে সাধারণ মানুষ ভোগান্তির শিকার না হন।শহরের সাংস্কৃতিক মহলের দাবি, এ ধরনের আয়োজন শিলিগুড়ির পরিচিতিকে আরও সমৃদ্ধ করবে।সবমিলিয়ে মেয়র গৌতম দেব আশ্বাস দিয়েছেন, প্রশাসন ও পুজো কমিটিগুলির যৌথ উদ্যোগে এবারের দুর্গাপুজো কার্নিভালকে স্মরণীয় করে তোলা হবে।

এ বছর মোট ১২টি বড় পুজো কমিটি ও ক্লাব অংশ নিচ্ছে এই কার্নিভালে। তালিকায় রয়েছে, বাবুসিং স্পোর্টিং ক্লাবজনশ্রী ক্লাবনবদমী মহিলা বৃন্দ (একটি মহিলা পরিচালিত পুজো কমিটি, যা বিশেষ আকর্ষণ)কলেজ পাড়া পুজো কমিটিশিলিগুড়ি রবীন্দ্র সংঘশতাক্ষী দুর্গাপূজা কমিটিদাদা ভাই স্পোর্টিং ক্লাব (বিগ বাজেট পুজো)সুব্রত সংঘ (বিগ বাজেট পুজো)সেন্ট্রাল কলোনি দুর্গাপূজা কমিটি (বিগ বাজেট পুজো)জাতীয় যুব সংঘরামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘ।

 

POST A COMMENT
Advertisement