নেপাল থেকে ভারতে হাতির দাঁত পাচারের ছক বানচাল, শিলিগুড়িতে গ্রেফতার ২

বন দফতর সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে একটি নেপালি গাড়ির গতিবিধির উপর নজর রাখছিলেন বনকর্মীরা। শনিবার সেই গাড়িটিকে ধাওয়া করে বাগডোগরা বিহার মোড়ের উড়ালপুলে আটক করা হয়। গাড়িতে তল্লাশি চালাতেই একটি সন্দেহজনক ব্যাগ নজরে আসে।

Advertisement
নেপাল থেকে ভারতে হাতির দাঁত পাচারের ছক বানচাল, শিলিগুড়িতে গ্রেফতার ২

চোরাপথে সীমান্ত পেরিয়ে নেপাল থেকে ভারতে বন্যপ্রাণীর দেহাংশ পাচারের ছক শেষ পর্যন্ত ভেস্তে দিল বনদপ্তর। পাচারের আগেই বড়সড় সাফল্য পেল ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা। শনিবার নেপাল নম্বরের একটি বিলাসবহুল গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ১ কেজি ওজনের হাতির দাঁত। এই ঘটনায় দু’জন পাচারকারীকে গ্রেফতার করেছে বনদফতর।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে একটি নেপালি গাড়ির গতিবিধির উপর নজর রাখছিলেন বনকর্মীরা। শনিবার সেই গাড়িটিকে ধাওয়া করে বাগডোগরা বিহার মোড়ের উড়ালপুলে আটক করা হয়। গাড়িতে তল্লাশি চালাতেই একটি সন্দেহজনক ব্যাগ নজরে আসে। ব্যাগ খুলতেই বনকর্মীদের চোখ কপালে ওঠে।ভিতরে ছিল একটি আস্ত হাতির দাঁত।

ঘটনাস্থল থেকেই বন্যপ্রাণী দেহাংশ পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় নেপালের বাসিন্দা গণেশ শাহ (২১) এবং শিলিগুড়ির খালপাড়ার বাসিন্দা কমল আগরওয়াল (৫১)-কে। প্রাথমিক তদন্তে অনুমান, হাতির দাঁতটি নেপাল থেকে ভারতে এনে অন্যত্র পাচারের পরিকল্পনা ছিল।

ঘোষপুকুর রেঞ্জের রেঞ্জার সাম্যব্রত সাধু জানিয়েছেন, এই পাচারচক্রের সঙ্গে আর কারা যুক্ত, হাতির দাঁতটি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের রবিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।

 

POST A COMMENT
Advertisement