Siliguri Father Rape Daughter: শিলিগুড়িতে মেয়েকে ধর্ষণে অভিযুক্ত বাবা, গ্রেফতার করল পুলিশ

Malda Minor Girl Rape Case: ভয়ে নির্যাতিতা প্রথমে বিষয়টি কাউকে জানায়নি। পরে সে গোটা ঘটনা তার দাদু ও দিদাকে জানায়। নাতনির থেকে সব শুনে দাদু-দিদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

Advertisement
শিলিগুড়িতে মেয়েকে ধর্ষণে অভিযুক্ত বাবা, গ্রেফতার করল পুলিশশিলিগুড়িতে মেয়েকে ধর্ষণে অভিযুক্ত বাবা, গ্রেফতার করল পুলিশ

Malda Minor Girl Rape Case: নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি কিশোরীর মায়ের দ্বিতীয় স্বামী। নির্যাতিতার দাদু-দিদার অভিযোগের ভিত্তিতে বাবাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হলে তাকে জেল হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি শিলিগুড়ির এনজেপি এলাকার। ওই ব্যক্তির সঙ্গে এনজেপি থানা এলাকার ওই মহিলা অর্থাৎ কিশোরীর মা দ্বিতীয় বিয়ে করেন। মহিলার আগের পক্ষের ১৩ বছরের নাবালিকা মেয়ে রয়েছে। কয়েকদিন আগে মেয়েকে বাড়িতে রেখে ওই মহিলা কাজের সূত্রে বাইরে গিয়েছিলেন। অভিযোগ, বাড়িতে ফাঁকা থাকার সুযোগে সৎ-বাবা নাবালিকাকে ধর্ষণ করে। ঘটনার কথা কাউকে না জানানোর হুমকিও দেয়।

তাই ভয়ে নির্যাতিতা প্রথমে বিষয়টি কাউকে জানায়নি। পরে সে গোটা ঘটনা তার দাদু ও দিদাকে জানায়। নাতনির থেকে সব শুনে দাদু-দিদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। শনিবার রাতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। নির্যাতিতার অভিযোগ, অভিযুক্ত, বিভিন্ন সময় তার গায়ে হাত দিত।

মেয়েটির দাদুর সংবাদমাধ্যমকে জানিয়েছে, নাতনির সঙ্গে যা হয়েছে, তার কোনও ক্ষমা হয় না। "নাতনি আমাদের সবটা জানানোর পর আমরা পুলিশের দ্বারস্থ হই। জামাই এমন ঘটনা ঘটাবে তা কল্পনাও করিনি। ওর কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। কোনওভাবেই ঘটনাটি মেনে নিতে পারছি না আমরা।" নির্যাতিতার মা-ও সুবিচার চাইছেন।
 

 

POST A COMMENT
Advertisement