
শিলিগুড়ি শহরের বুকে নাবালিকা অপহরণের চেষ্টা! স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেল ১২ বছরের এক ছাত্রী। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়াল। স্থানীয়দের তৎপরতায় ধরা পড়ল এক মহিলা এবং এক পুরুষ।
মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বেরিয়ে প্রধাননগর থানা এলাকার রাস্তার ধারে টোটোর জন্য অপেক্ষা করছিল মেয়েটি। অভিযোগ, সেই সময় স্কুটিতে চেপে এক মহিলা ও এক পুরুষ এসে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। নাবালিকা রাজি না হলে জোর করে তাকে স্কুটিতে তুলতে যায় তারা।
ঠিক সেই মুহূর্তে এক পরিচিত পথচারী বিষয়টি দেখে ফেলেন। তিনি চিৎকার করতেই স্থানীয়রা দৌড়ে এসে মেয়েটিকে উদ্ধার করেন। নাবালিকা জানায়, সে অভিযুক্ত দুজনকে একেবারেই চেনে না। তাঁদের আচরণে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।
খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে দুজনকেই আটক করে থানায় নিয়ে যায়। ইতিমধ্যেই নাবালিকার পরিবার লিখিত অভিযোগ জমা দিয়েছে। পরিবারের দাবি, “যদি স্থানীয়রা এগিয়ে না আসতেন, তাহলে আজ অঘটন ঘটে যেতে পারত।”
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের সঙ্গে বড় কোনও চক্র জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।