Sikkim Accident: শিলিগুড়ি থেকে সিকিম ফেরার পথে যাত্রীবাহি গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, মৃত ৩

Sikkim Accident: শিলিগুড়িতে এসেছিলেন সিকিমের বাসিন্দা ১০ থেকে ১২ জন। রাতেই একটি গাড়ি করে তাঁরা বাড়ি ফেরার পথে রওনা দেন। আট মাইলের কাছে তাঁদের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ট্রাকের। ধাক্কার জেরে দুমড়ে মুচড়ে যায় যাত্রী বোঝাই গাড়িটি।

Advertisement
শিলিগুড়ি থেকে সিকিম ফেরার পথে যাত্রীবাহি গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, মৃত ৩শিলিগুড়ি থেকে সিকিম ফেরার পথে যাত্রীবাহি গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, মৃত ৩

Sikkim Accident: শিলিগুড়ি থেকে সিকিমে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। আহত হয়েছেন আরও কয়েক জন। রবিবার ভোরে ঘটনাটি ঘটে সিকিমের আট মাইল এলাকায়।

জানা গিয়েছে, সেদিন বিয়ে উপলক্ষে শিলিগুড়িতে এসেছিলেন সিকিমের বাসিন্দা ১০ থেকে ১২ জন। রাতেই একটি গাড়ি করে তাঁরা বাড়ি ফেরার পথে রওনা দেন। আট মাইলের কাছে তাঁদের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ট্রাকের। ধাক্কার জেরে দুমড়ে মুচড়ে যায় যাত্রী বোঝাই গাড়িটি। ঘটনাস্থলেই প্রাণ হারান তিন জন।

মৃতদের পরিচয় পেয়েছে পুলিশ। তাঁরা হলেন, অর্জুন কুমার গুপ্তা, বিরাজমোহন প্রসাদ এবং রাজ গুপ্তা। তিন জনই সিকিমের বাসিন্দা।

দুর্ঘটনার পর স্থানীয়েরা ছুটে এসে আহতদের উদ্ধার করেন। তাঁদের শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, গাড়ির গতি বেশ জোরে ছিল। গাড়ির সামনের অংশ একেবাড়ে দুমড়ে গিয়েছে। গাড়িটিকে ভক্তিনগর থানায় নিয়ে আসা হয়েছে। জখমদের শিলিগুড়িতে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। 
 

 

POST A COMMENT
Advertisement