
Siliguri Dumper Accident: শিলিগুড়ির রাজেন্দ্রনগরে ভরদুপুরে ভয়াবহ পথদুর্ঘটনা। ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল মাত্র ১৪ বছরের কিশোর উদিত ঝাঁ-র। শনিবার দুপুরে শিলিগুড়ি পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডে ঘটে এই মর্মান্তিক ঘটনা। মুহূর্তের মধ্যে ছিন্নভিন্ন হয়ে গেল এক অল্পবয়সি জীবনের স্বপ্ন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল উদিত। রাস্তার ধারে পৌঁছতেই দ্রুতগতির একটি ডাম্পার সজোরে ধাক্কা দেয় তাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কা এতটাই ভয়ানক ছিল যে ডাম্পারের চাকার তলায় পিষ্ট হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে ওই কিশোর। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা শেষ পর্যন্ত মৃত বলে ঘোষণা করেন।
উদিতের পারিবারিক জীবন সুখের ছিল না। অতি অল্প বয়সেই মা চলে যান। বাবা ও দাদার কাছেই বড় হচ্ছিল সে। হঠাৎ এই মৃত্যুর খবরে ভেঙে পড়েছে পরিবার। রাজেন্দ্রনগরের পরিবেশে নেমে এসেছে শোকের ছায়া। ক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, এই এলাকায় দিন দিন গাড়ির বেপরোয়া গতি বাড়ছে, অথচ যান নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা নেই বললেই চলে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। ইতিমধ্যেই ডাম্পারটি আটক করা হয়েছে, চালককেও গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্তে দেখা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি নাকি চালকের অসাবধানতা, কোন কারণে এই দুর্ঘটনা ঘটল।